১৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার তুলে দিলেন বিধায়ক

দুর্গাপুর, ১৬ ফেব্রুয়ারী: পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উদ্যোগে পাণ্ডবেশ্বর বিধানসভা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কম্পিউটার তুলে দিলেন বাকোলা কলরব হলে। প্রায় 18 টি স্কুলের শিক্ষকদের এই কম্পিউটার তুলে দেওয়া হয়। এই পরিষেবার প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার ১৮টি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। মূলত বিভিন্ন সরকারি স্কুলে ডিজিটালাইজ করার লক্ষ্যে, এবং বিভিন্ন বেসরকারি স্কুলের সাথে সামঞ্জস্য বজায় রাখতে এই কম্পিউটার প্রদান করা হলো । শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কম্পিউটার ব্যবহারের ফলে , যেকোনো বিষয়ে নিবিড় গবেষণা করা শিক্ষার্থীদের জন্য সহজ হয়ে ওঠে এবং একই সাথে কম্পিউটারে তাদের ফলাফল সংরক্ষণ এবং সংগঠিত করাও সহজ হয়ে যায় ।বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “”পাণ্ডবেশ্বর বিধানসভার সকল স্কুলে কম্পিউটার শিক্ষা পৌঁছে দিতে চাই। এবং ধীরে ধীরে সকল স্কুলেই আমি এই পরিষেবা গড়ে তুলবো এটাই আমার অঙ্গীকার।

“”খনি অঞ্চলের রুক্ষ মাটিতে তিনি কৃষকদের নিয়ে ফারমার্স ক্লাব গঠন করে সোনার ফসল ফলাতে অগ্রণী ভূমিকা নিয়েছেন তিনি, আবার সেই নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজের বিধানসভা কেন্দ্রের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে এলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পরেও নরেন্দ্রনাথ চক্রবর্তীর মানুষের সাথে নিবিড় যোগ,বিভিন্ন এলাকার মানুষের বিপদে আপদে তাদের পাশে সহায় সম্বল এবং শক্তি হয়ে দাঁড়ানো নরেন্দ্রনাথ চক্রবর্তীর এ হেন মানসিকতা দেখেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার সাংগঠনিক গুরু দায়িত্ব তার কাঁধে দিয়ে যে ভুল করেননি, সেই কথাকেই তার নিত্যদিনের কর্মকাণ্ড দিয়ে সত্য বলে প্রমাণ করছেন খোদ নরেন্দ্রনাথ।।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ