১৪ টি গরুর মৃত্যু,কারন খুঁজতে কলকাতা থেকে বিশেষজ্ঞ দল

দুর্গাপুর, ১৮ সেপ্টেম্বর : লাগাতার গবাদি পশুর মৃত্যুর কারণ খুঁজতে কলকাতা থেকে এলো বিশেষজ্ঞ দল। মৃত্যু এবং অসুস্থ গরুর শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হল। গত কয়েক দিন ধরে কাঁকসার মলানদিঘীর সরস্বতীগঞ্জে অজানা কারণে একের পর এক গরুর মৃত্যু হতে থাকে। স্থানীয়দের দাবি, এলাকায় ১৪টি গরুর মৃত্যু হয়েছে । যদিও সরকারি হিসাব বলছে ১০টি গরুর মৃত্যু হয়েছে। প্রাণীসম্পদ দপ্তর সূত্রের খবর, ব্ল্যাক কোয়ার্টার নামক ব্যাকটেরিয়া জনিত কারণে মৃত্যু হচ্ছে গরুগুলির। হঠাৎ জ্বর, পেশী ফুলে যায় বিশেষ করে বাছুরদের, তারপরেই দ্রুত মৃত্যু ঘটে। স্থানীয় বাসিন্দা তরুণ পাত্র বলেন,”এখনো পর্যন্ত ১৪ টি গরুর মৃত্যু হয়েছে।

হঠাৎ হঠাৎ মৃত্যু হচ্ছিল আমরাও আতঙ্কের মধ্যে ছিলাম। এখন চিকিৎসা চলছে।” প্রাণিসম্পদ দপ্তরের পশ্চিম বর্ধমান জেলার ডেপুটি ডিরেক্টর অনির্বাণ ঘোষ বলেন,”আমাদের কাছে খবর পাওয়া মাত্রই বুধবার একটি টিম পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকেও ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলছিল। ২০০ গরুর শরীরে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কলকাতা থেকেও প্রাণীসম্পদ দপ্তরের বিশেষজ্ঞ দল এসেছিলেন। কারা নমুনা সংগ্রহ করেছেন।

পার্শ্ববর্তী এলাকাগুলিতে আগামী কয়েক দিন ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলবে। নতুন করে আর যাতে মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য আমাদের বিশেষ নজরদারি এবং ক্যাম্প চলছে।”পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ কুলদীপ সরকার বলেন,”এই খবর রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে যাওয়া মাত্রই বিশেষ পদক্ষেপ নিয়েছেন। রাজ্য থেকেও টিম এসেছিল। আমাদেরও নজরদারি রয়েছে।”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ