দুর্গাপুর, ২৪ এপ্রিল : আগামী ১৩ই মে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। গতকাল ভাতারে নির্বাচনী জনসভা সেরে দুর্গাপুরে সিটি সেন্টারে একটি বেসরকারি তিনতারা হোটেলে রাত্রিবাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ১:১০ মিনিটে সেই হোটেলের লবিতে আসেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হোটেলের লবিতে সেই সময় দাঁড়িয়েছিলেন।পশ্চিম বর্ধমান জেলার সংগঠনের সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার কাঁধে দুই প্রার্থীকে জেতানোর গুরু দায়িত্ব। একদিকে গতবারের আসানসোলের সাংসদ চলচ্চিত্র অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র থেকেই লক্ষাধিক ভোটে লিড দিয়ে জেতানোর মূল কারিগর নরেন্দ্রনাথের কাছে আবারও শত্রুঘ্ন সিনহাকে জেতানোর কড়া চ্যালেঞ্জ অন্যদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটিকে বিজেপির হাত থেকে ছিনিয়ে তৃনমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদকে জেতানোর কড়া চ্যালেঞ্জ। কারন এই দুর্গাপুর থেকেই ২০১৯ সালে বিজেপি প্রার্থী এস এস আলুহওয়ালিয়া ৭৬ হাজার ভোটে লিড পেয়েছিলেন।এবার সেনাপতি নরেন্দ্রনাথ। তাই দিদি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে হোটেলের লবিতে দাঁড়িয়ে প্রায় ২০ মিনিট কথা বললেন।কিন্তু কি নির্দেশ দিলেন দলনেত্রী?একান্তে নরেন্দ্রনাথকে কি বললেন?আগামী নির্বাচনে দুই টিএমসি প্রার্থীর ভাগ্য নির্ভর করছে যাদের ওপর তাদের মধ্যে অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাপতির নাম নরেন্দ্রনাথ চক্রবর্তী।