সন্দেশখালির বিজেপির মন্ডল সভাপতিকে টাকা দেওয়া হলে তারও শাস্তি হওয়া উচিত বলে জানালেন দিলীপ ঘোষ

দুর্গাপুর, ৪ মে: “”ও কি যুক্ত আছে? ওকে টাকা দেওয়া হয়েছে কি? তাহলে ওকে সাজা দেওয়া উচিত””- সন্দেশখালীর ভাইরাল ভিডিও তে(নিউজ হান্ট এর সত্যতা যাচাই করেনি) অভিযোগ তোলা সন্দেশখালীর মন্ডল ২র বিজেপির সভাপতি গঙ্গাধর কয়ালকে নিয়ে মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন স্বীকার করেছে শাজাহান, ইডির ওপর হামলা, মহিলাদের উপর অত্যাচার, পিঠে বানাতে ডাকা হয়েছে।

তৃণমূল জানবে কি করে? তদন্ত চলছে তদন্তের ওপর ভরসা রাখা দরকার।”তৃণমূল অভিযোগ তুলেছে সন্দেশখালীর ঘটনা শুভেন্দু অধিকারীর সাজানো এবং টাকা দিয়ে করানো হয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,”স্টিং অপারেশন তদন্তের আওতায়। তৃণমূল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। নিজেরাই চক্রান্ত করছে। আর অন্যের উপর কথা বলছে। তারপরেই তিনি দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে বঙ্গীয় যাদব মহাসভার বৈঠকে যোগ দেন। বহু বিজেপি কর্মী সমর্থকদেরও উপস্থিতি ছিল।ভাইরাল হওয়া এই ভিডিওতে শোনা যাচ্ছে বিজেপির দু’নম্বর মন্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল সন্দেশখালীর ঘটনাকে ষড়যন্ত্র বলে জানাচ্ছেন। এই আন্দোলনকে ধরে রাখার জন্য শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গীরা কয়েকজন মোবাইল, টাকা দিয়ে এ আন্দোলনকে ধরে রাখার চেষ্টা চালিয়েছেন এমন কথোপকথন এই ভিডিওর মধ্যে রয়েছে। এই মুহূর্তে সেই ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যদিও দিলীপ ঘোষ এই বিষয়ে অষ্ট জানিয়ে দিয়েছেন সন্দেশখালীর ঘটনা সত্যতা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন সেখানকার বেতাব বাদশা শেখ শাহজাহান।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *