দুর্গাপুর, ৩ মে: নির্বাচনের ঠিক কয়েক মাস আগে এরাজ্যের সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের বেতাজ বাদশা শেখ শাহজাহানের ও তার দলবলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে। তারা নাকি মানুষের জমি দখল করে বেআইনিভাবে নোনা জল ঢুকিয়ে চাষের জমি নষ্ট করে ভেড়ি তৈরি করা সহ গ্রামের বিভিন্ন মহিলাদেরকে দলীয় কার্যালয়ে ডেকে তাদের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে এমন অভিযোগে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সেই সন্দেশখালিকেই এবার প্রচারে কাজে লাগালো গেরুয়া শিবির। সন্দেশখালি থেকে তিনজন মহিলা সহ মোট 12 জনকে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ফরিদপুর থানা এলাকার সরপী গ্রামে এনে প্রচার করানো হলো।
সন্দেশখালীর এক মহিলা দাবি করলেন, “”শেখ শাহজাহান এবং তার দলবল আমাদের ওপর নিদারুণ অত্যাচার চালিয়েছে। আমাদেরকে পার্টি অফিসের সন্ধ্যার পর ডেকে নিয়ে গিয়ে আমাদের চূড়ান্ত নির্যাতন করেছে। আমাদের জমি ঘরবাড়ি সব কিছুই কার্য তো তাদের গ্রাসে চলে গিয়েছিল। “”রীতিমত মঞ্চ বেঁধে সন্দেশখালির মহিলাদের মঞ্চে তুলে মাইক দিয়ে তাদের অভিজ্ঞতার কথা মানুষের সামনে তুলে ধরে প্রচার করে ভারতীয় জনতা পার্টির মহিলা ব্রিগেড। উল্লেখ্য এর আগে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকেও দেখা গিয়েছিল পাঞ্জাবে কৃষক আন্দোলনের অন্যতম প্রধান প্রতিনিধিদের নিয়ে এসে ভোট প্রচার করাতে। এ রাজ্যে এটাই যেন এখন ট্র্যাডিশন হয়ে দাঁড়ালো। সন্দেশখালি থেকে আসা মহিলারা জানালেন এর আগে তারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভোট প্রচার করে এসেছেন। এই নির্বাচনের সন্দেশখালির ঘটনা যে অন্যতম একটি প্রধান রাজনৈতিক ইস্যু এই ঘটনা থেকেই তা স্পষ্ট প্রমাণিত। তবে সন্দেশখালি ইস্যুতে বিজেপি রাজনৈতিকভাবে কতটা ফায়দা তুলতে পারে তার উত্তর দেবে সময়।