শুরু হল দুর্গাপুর উৎসব :-২০২৪

দুর্গাপুর উৎসব -২০২৪ শুরু হল শুক্রবার। এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে কার্যত চাঁদের হাট।মন্ত্রী থেকে পুলিশ কমিশনার,বিধায়ক থেকে জেলাশাসক, মহকুমাশাসক থেকে আড্ডার চেয়ারম্যান, চিকিৎসক থেকে জেলাপরিষদের সর্বোচ্চ পদাধিকার, বাদ নেই কেও।উদ্বোধন হল দুর্গাপুর প্রেসক্লাবের ট্যাবলয়েড “” উৎসবের আলো “।এরপরেই “”দোহার”” এর মনমাতানো সঙ্গীতানুষ্ঠান। দোহারের প্রাণপুরুষ কালিকাপ্রসাদের আকষ্মিক অকাল প্রয়াণের পরেও এই সঙ্গীত দল মন মাতালেন সঙ্গীত প্রেমী শ্রোতাদের।শীতের সেই জমকালো কামড় এবার নেই।ডিসেম্বরের প্রারম্ভেও শীতের সেই জবথবু রুপ উধাও।গ্লোবাল ওয়ার্মিং এর কড়া বার্তা আর তার মাঝেই উৎসবের উত্তাপ সব মিলিয়ে আগামী কয়েকদিন দুর্গাপুরের চিত্রালয়ে রথের মেলার মাঠে অর্থাৎ রাজীব গান্ধী ময়দানে মানুষের ভীড়ে পরিবেশ যে আরও গরম থাকবে তা বলাই বাহুল্য।।উৎসব প্রাঙ্গন থেকে আবীর ও অনন্তর রিপোর্ট, নিউজহান্ট

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *