দুর্গাপুর, ৬ এপ্রিল : “”বিজেপি লোকেরা আমার সঙ্গে যোগাযোগ করছে ভোটের পরেই আমি তা প্রকাশ্যে আনব।বিজেপির লোকেরাই ওকে হারাতে চাইছে।শুভেন্দু অধিকারী লোক “”শনিবার সাত সকালেই বিস্ফোরক মন্তব্য বর্ধমান -দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। এরপরেই দিলীপ ঘোষের বিরুদ্ধে আরও সুর চড়িয়ে বলেন, “”সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আন্দামান পালিয়ে গিয়েছে।বর্ধমানের যেভাবে দিলীপ ঘোষ গো-ব্যাক আওয়াজ উঠেছে তাতে বঙ্গোপসাগর পেরিয়ে তিনি পালিয়েছেন।””সাত সকালেই বর্ধমান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে নিশানা করলেন বর্ধমান- দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। শনিবার সাত সকালেই দুর্গাপুরের ইস্পাত নগরীর এ-জোন মেজর পার্কে পাণ্ডবেশ্বর তৃণমূলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে প্রাত:ভ্রমণে আসেন কীর্তি আজাদ। তিনি প্রাতঃভ্রমণকারীদের সাথে আলাপচারিতা করেন।
ফুটবলও খেলেন। তারপরেই লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে নিশানা করে বলেন বাংলার মানুষ ভদ্র। কিন্তু ঐতিহ্য সংস্কৃতি সবই নষ্ট করছে বিজেপি। দিলীপ ঘোষ নির্বাচনী প্রচারে গিয়েছেন আন্দামানে, সেই বিষয়ে দিলীপকে আক্রমণ করে বলেন শুধু পালিয়েই যাননি বাংলা ছেড়ে বঙ্গোপসাগর পেরিয়ে একেবারে আন্দামানে পালিয়েছে। বিজেপির লোকেরা যা বলেছেন তা নির্বাচনের পরে বলব।বিজেপির লোকেরাই ওকে হারাবে। শুভেন্দু লোকেরাই হারাবে।মাঠে ফুটবল খেলার পর তিনি “”। হবে””বলার সাথে সাথে বলেন “”দিদি যদি একবার বলে দেন বাংলার মানুষ খেলা হবে বলতে থাকেন। দিদির উপর পূর্ণ আস্থা আছে বিশ্বাস আছে বাংলার মানুষের। বাংলার মায়েরা, বোনেরা, ভায়েরা দিদিকে ভালোবাসেন। “” অন্যদিকে বিজেপি বিধায়ক লক্ষন ঘোড়ুই কীর্তি আজাদের এই বিষ্ফোরক কথার পরিপ্রেক্ষিতে জানান,””কীর্তি আজাদের মাথা খারাপ হয়ে গেছে।উনি নিশ্চিত পরাজয় জেনেই। এসব ভুল বকছেন। শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের হয়ে প্রচারে আসবেন। আমরা বিষয়টি নিয়ে কথা বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো। উনার কাছে কি তথ্য আছে অবিলম্বে পেশ করতে হবে। “”