“”শুধু বিএসএফ এর ওপর ছেড়ে দিয়ে কাটমানি খেয়ে লোক ঢোকালে চলবে না””-বাঙলাদেশ ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

দুর্গাপুর,6 অগাষ্ট :””যদি বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হয়, তাহলে এদেশেও তার প্রতিক্রিয়া পড়া সম্ভবনা আছে। কেবল বিএসএফের উপর ছেড়ে দিয়ে কাটমানি নিয়ে অনুপ্রবেশ ঢোকাবেন, সোনা, গরু পাচার করবেন এগুলো বন্ধ হওয়া দরকার আছে। তিনি রাজ্যের সীমাকে সুরক্ষিত করুন পুলিশকে দিয়ে’, দুর্গাপুর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে বিজেপির প্রাক্তন রাজ্য -সভাপতি দিলীপ ঘোষ। বিদ্যুৎ বিলের মাশুল বৃদ্ধি নিয়ে দুর্গাপুরের বিধান নগরে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অফিসে স্মারকলিপি প্রদান করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, কুলটির বিধায়ক অজয় পোদ্দার এবং বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন মমতা ব্যানার্জি বা তার দলের স্লোগান আছে এগিয়ে বাংলা, তাহলে কি বিদ্যুতের বিলে এগিয়ে বাংলা, জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে এগিয়ে বাংলা, খুন ধর্ষণ লুটপাটে এগিয়ে বাংলা। এর আগে আমরা গণতন্ত্র বাঁচাও নিয়ে আন্দোলনে নেমেছি। এখানে গণতন্ত্রের গলা টিপে দিয়ে গণতন্ত্র নেই বলে দিল্লিতে চেঁচানো ওদের ফ্যাশন হয়ে গেছে। দিল্লিতে গান্ধী মূর্তির পাদদেশে বসে আন্দোলন করে বিরোধী সাংসদরা। আর পশ্চিমবঙ্গে এলে বিরোধী দলের ও সাধারণ মানুষের গণতন্ত্র হরণ করা হয়। নির্বাচন এলে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হবে না, প্রচার করতে দেওয়া হবে না, প্রচার হলে ভোট দিতে দেওয়া হবে না এমনকি ভোট গুনতেও দেওয়া হবে না এমনই বিচিত্র গণতন্ত্র এ রাজ্যে। দুর্গাপুর পুর নিগোম এলাকায় লক্ষ লক্ষ মানুষের বাস। সেখানেও পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। এতদিন ধরে দুর্গাপুর পুর নিগমের মেয়াদ উত্তীর্ণ হয়ে রয়েছে। তবুও নির্বাচন হচ্ছে না। ভোট লুট করার চক্রান্ত চলছে বলেও কটাক্ষ করেন।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *