দুর্গাপুর, ২২ ফেব্রুয়ারী : শিখ আইপিএস অফিসারকে খালিস্থানি মন্তব্য করার অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। এবার তারই প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি শিখ ধর্মের মানুষদের এবং ছাত্র ও মহিলা তৃণমূলের নেতৃত্বদের সঙ্গে নিয়ে দুর্গাপুরের ট্রাঙ্ক রোড থেকে কাইজার মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল। কয়েক হাজার তৃণমূলের কর্মী ও শিখ ধর্মের মানুষদের সঙ্গে নিয়ে এই মিছিল চলে। মিছিলে পা মেলান রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ভি শিবদাসন দাশু, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, সহ-সভাপতি উত্তম মুখার্জি, বিধায়ক তাপস ব্যানার্জি, মহিলা তৃণমূলের জেলা সভাপতি অসীমা চক্রবর্তী যুব সভাপতি পার্থ দেওয়াশি সহ জেলা তৃণমূলের নেতৃত্বরা।
তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী অভিযোগ তোলেন,”সন্দেশখালীতে শিখ আইপিএস অফিসারকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছে বিরোধী দলনেতা। বাংলায় যারাই থাকে তারাই বাঙালি। এই ধরনের ঘটনার জন্য বিজেপির এই নেতার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটছেন আজ গোটা বাঙলার মানুষ “”