দুর্গাপুর, ২৪ ডিসেম্বর : গভীর রাতে হঠাৎ অসুস্থতা। পরিবারের তরফে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। আর তারপরেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ঘটনা পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্ডাল রেল হাসপাতালের। পরিবার সূত্রে খবর, ৪৫ বছর বয়সী মৃত্যুঞ্জয় মাঝি রেল কর্মী হিসেবে ছিলেন কর্মরত। সোমবার রাত্রে হঠাৎ করেই তাঁর শরীর অসুস্থ হয়ে যাওয়ায় তাঁকে ভর্তি করা হয় রেল হাসপাতালে। এরপর মঙ্গলবার সকালে পরিবারের লোকেদের কাছে খবর আসে আত্মঘাতী হয়েছেন মৃত্যুঞ্জয় মাঝি। খবর জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারে লোকেরা। গর্জে ওঠেন প্রতিবাদে। হাসপাতাল চত্বরে চলে বিক্ষোভ। পরিবারের অভিযোগ, বিগত বেশ কয়েক মাস ধরে মানসিকভাবে নির্যাতন চালানো হচ্ছিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কর্মরত মৃত্যুঞ্জয় মাঝির ওপর। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনা প্রসঙ্গে মৃতের স্ত্রী অর্পিতা মাঝি বলেন, ‘কাজের চাপ অত্যাধিক বেড়ে যাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণেই ঘটেছে এমন ঘটনা’।
বিক্ষোভকারি ধিরোজ কুমারের কথায়, ‘যেভাবে দিনের পর দিন কর্মীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। কেবলমাত্র মানসিক চাপের কারণেই আত্মহত্যার পথ বেছে নিতে হলো মৃত্যুঞ্জয় মাঝিকে। আগামীতে যেন আর কারো সঙ্গে এই ঘটনা না ঘটে সেদিকে রাখতে হবে খেয়াল’।