দুর্গাপুর, ৭ মার্চ: দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশকে সাথে নিয়ে ডিপিএল ওল্ড বয়েজ স্কুলের রাস্তার সামনে চলছিল কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর রুটমার্চ।সেইসময় সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিপিআই(এম) এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। তিনি নিজের মোবাইলে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর রোডমার্চের ছবি ক্যামেরাবন্দি করছিলেন। সেই সময় আধাসামরিক বাহিনীর সাথে থাকা কোকওভেন থানার এক পুলিশ কর্মী পঙ্কজ রায় সরকারকে ছবি তুলতে বাধা দেন বলে অভিযোগ।

এরপরেই পঙ্কজ রায় সরকার ওই পুলিশ কর্মীকে জিজ্ঞেস করেন,””কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর টহলদারির ছবি কেন তোলা যাবে না? এই ছবি তো সাধারন মানুষের কাছে স্বস্তির ছবি। “”এরপরেই পঙ্কজ রায় সরকার উত্তেজিত হয়ে ওই পুলিশ কর্মীকে বলে ওঠেন, “”২০১৭ সালে আপনারা ভোট দিতে দেননি। “”সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের তোলা ভিডিওতে দেখা যায় এরপরেই ওই পুলিশকর্মী আর কিছু না বলে সটান সেখান থেকে চলে যান।

যদিও এই সিপিআইএম নেতার তোলা ভিডিওতে কোথাও কিন্তু তাকে ছবি তুলতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর পক্ষ থেকে বাধা দেওয়ার ছবি ছিলনা।প্রশ্ন উঠছে তাহলে পুলিশ কর্মী কেন ছবি তুলতে বাধা দিচ্ছিলেন?নির্বাচনের দিনক্ষণ স্থির না হলেও নির্বাচনী বাতাবরণ যে তৈরি হয়েছে এই ঘটনা বোধহয় তারই প্রমাণ।।