দুর্গাপুর, ১৬ জুলাই: রাস্তার হাল বেহাল। লাগাতার বর্ষায় বৃষ্টি হতেই খানাখন্দে ভরা রাস্তা হয়ে উঠেছে আরও বিপদজনক। বুধবার রাস্তা সারাইয়ের দাবি তুলে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখাল সিপিএম। জানা যাচ্ছে, দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে দুর্গাপুর মিশন হাসপাতাল পর্যন্ত রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল, পাশাপাশি এই রাস্তার সঙ্গে সংযোগ রক্ষাকারী শঙ্করপুর মোড় পর্যন্ত রাস্তাটির দশাও একই। বছর খানেক রাস্তা তৈরি করা হলেও বৃষ্টি শুরু হতে না হতেই রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তা। প্রতিদিন ওই রাস্তা দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে পথ চলতি মানুষকে।

ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস। রাস্তার দুরাবস্থার জন্য পুর প্রশাসনকেই দায়ী করেছে সিপিএম। ২৭ নং ওয়ার্ডের সিপিআইএমের আহ্বায়ক নয়নরঞ্জন ঘোষের অভিযোগ, সঠিক সময়ে দুর্গাপুর পুর নিগমের নির্বাচন না হওয়ার কারণে মানুষ পরিষেবা ঠিক মতো পাচ্ছেন না। একদিকে মিশন হাসপাতাল, অন্যদিকে ৩ টি স্কুলের পড়ুয়ারা এই রাস্তায় টোটো, অটো করে যাতায়াত করে। কিন্তু, রাস্তার যা অবস্থা তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই বাধ্য হয়ে এই আন্দোলন। প্রশাসনকে দুষেছেন সিপিএম নেতা শিবাশিস চট্টোপাধ্যায়ও। তাঁর দাবি, বছর খানেক আগে রাস্তাটি মেরামত করা হলেও এই কদিনের বৃষ্টিতে রাস্তার হাল বেহাল হয়ে পড়েছে।

জায়গায় জায়গায় গর্ত হয়ে জল জমছে রাস্তায়। রাস্তা তৈরিতে দুর্নীতি করা হয়েছে বলে সরাসরি অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে রাস্তার বেহাল দশা নিয়ে দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, একটানা বৃষ্টির কারণেই সম্ভবত রাস্তাটি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িক অসুবিধা হচ্ছে। শীঘ্রই রাস্তাটির সংস্কার করা হবে। এদিনের কর্মসূচি থেকে দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলেছে সিপিএম। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন দলের নেতা কর্মীরা।