দুর্গাপুর, ২ মার্চ: রাস্তায় দশ,বিশ টাকার নোট ছড়িয়ে থলে থেকে১লক্ষ ৮০হাজার টাকা কেপমারি। রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের সামনে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে দুর্গাপুর থানার পুলিশ। শনিবার দুপুরে দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের জোতিশ দাস দাস নামের দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী বেনাচিতির একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক থেকে ১লক্ষ ৮০হাজার টাকা তোলেন। তারপর সেই টাকা কাপড়ের থলেতে ভরে ব্যাঙ্কের বাইরে যান। সেই টাকা ভর্তি থলে সাইকেলের হ্যান্ডেলে ঝোলান। তারপরেই ঘটে অভিনব কেপমারি। কেপমারির শিকার হয়ে জোতিস দাস দাবি করেন,”তিনি টাকা ভর্তি হলে নিয়ে ব্যাঙ্ক থেকে বেরিয়ে সাইকেলের হ্যান্ডেলে ঝোলান। তখনই রাস্তায় কিছু দশ, বিশ টাকার নোট পড়ে আছে বলে জানায় এক যুবক। সেই টাকা দেখতে যাওয়ায় হল কাল। দেড় মিনিটের মধ্যে তার থলে ফাঁকাও হয়ে যায়। কজন ছিল তিনি বুঝতেও পারেননি।” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ ওই রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সহ রাস্তার পাশের বেশ কয়েকটি দোকান থেকে সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ।
পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্কের ভিতরে দুজন এবং বাইরে দুজন ওই ব্যক্তিকে অনুসরণ করছিল। বাইরে বেরোতেই কিছু টাকা ছড়িয়ে এই ঘটনা ঘটায়। তারপরেই টোটোতে চেপে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে বলেও জানান।