আরপিএফের তল্লাশিতে রেল যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার বিদেশী মদের বোতল। ধৃতকে তুলে দেওয়া হল আবগারি বিভাগের হাতে। পানাগড় আরপিএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার অধিক রাতে পানাগড় রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রলি ব্যাগ হাতে ট্রেনের জন্যে অপেক্ষারত এক যাত্রীকে দেখে সন্দেহ হয় কর্মরত আরপিএফ কর্মীদের। জেরা করে ব্যাগ তল্লাশি করতেই বের হয় ২৪ টি বিদেশী মদের বোতল। উদ্ধার হওয়া ১৭. ২৫০ লিটার বিদেশী মদের বাজার মূল্য প্রায় ২০ হাজার ৮৪০ টাকা। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ধর্মেন্দ্র সাহ। ধৃতের বাড়ি বিহারের পাটনা জেলার চেতহরে। ধৃতকে কাঁকসা আবগারি দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।