দুর্গাপুর, ১৫ মার্চ:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বাড়িতেই পড়ে গিয়ে কপালে চোট পান।রক্তাক্ত মমতার ছবি ভাইরাল হয় বিদ্যুৎ গতিতে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের সগড়ভাঙ্গা একালার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কার্যালয়ে যাগ-যজ্ঞ সহকারে পুজাপাঠ হয়।শুক্রবার সকাল থেকে স্থানীয় প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পুরপিতা সুনীল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় পূজা পাঠের আয়োজন। সুনীল চট্টোপাধ্যায় জানান , “” মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গী হিসাবেই নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলাম। তুমি বাংলা তথা বাঙালির কাছে এক আদর্শ মুখ্যমন্ত্রী। তিনিই আমাদের অভিভাবক।

গতকাল মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে চোট পান এমন খবর জানার পর থেকে উদ্বেগে ছিলাম। অল সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পারি যে তিনি ভালো আছেন।আমরা তার দ্রুত আরোগ্য কামনার্থে মহাযজ্ঞের আয়োজন করেছি। “”