মালিককে নালিশ করত একজন গাড়ির চালক অন্য চালকের বিরুদ্ধে, তার জেরেই খুন

দুর্গাপুর, ২৩ এপ্রিল : একই মালিকের দুটি ট্রাক চালাতো দুই চালক।আর এই দুই চালকের মধ্যে খুন হওয়া মঈনুদ্দিন মন্ডলের বিরুদ্ধে অন্য ট্রাকের চালকের অভিযোগ এই যে মঈনুদ্দিন মন্ডল নাকি তার বিরুদ্ধে মালিককে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে নালিশ করত।গতকাল এই নিয়েই দুর্গাপুরের লাউদোহাতে রাস্তার পাশে দুই চালকের তীব্র বচসা বাঁধে।আর তার জেরে হাতাহাতি। তারমধ্যেই হটাৎ স্ক্রু ড্রাইভার দিয়ে মঈনুদ্দিন মন্ডলকে খুন করে আরেক চালক। মৃত চালকের নাম মইনুদ্দিন মন্ডল (৪১) নদীয়ার হরিণঘাটার বাসিন্দা। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, সোমবার রাতে দুর্গাপুর ফরিদপুর থানার মাধাইপুর এলাকায় দুই ট্রাক চালকের মধ্যে বচসা এবং হাতাহাতি শুরু হয়। তখনই বছর ৪১র মইনুদ্দিন মন্ডল নামের ট্রাক চালককে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে খুন করে পালায় আরেক চালক। জানা গিয়েছে দুজন চালকই একই মালিকের গাড়ি চালাতো। মঈনুদ্দিন মন্ডলের বিরুদ্ধে অভিযুক্ত ট্রাক চালকের অভিযোগ যে মঈনুদ্দিন তার বিরুদ্ধে বহুবার মালিকের কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ জানিয়েছে।তার মধ্যে অন্যতম অভিযোগ যে অভিযুক্ত ট্রাক চালক নাকি তেল চুরি করত।এছাড়াও বহু দুর্নীতির সাথে যুক্ত।আর এই নিয়ে বচসা,হাতাহাতি এবং খুনের ঘটনা ঘটল।খুন হওয়া মঈনুদ্দিন মন্ডলের মামাতো ভাই সাজিদ রহমান ঘটনার খবর পেয়ে আজ দুর্গাপুরে আসে।তিনি খুন কি কারনে তা নিয়ে বলেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। অভিযুক্ত চালকের সন্ধানেও তল্লাশি শুরু করেছে পুলিশ।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *