দুর্গাপুর, ৫ জুন: নিজের মায়ের নামে একটি গাছ রোপণ… বিশ্ব পরিবেশ দিবসে অভিনব কর্মকাণ্ড দুর্গাপুর থানা এলাকার কমলপুরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। ৫ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার বার্তা পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দিতে বিদ্যালয় চত্বরে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচীর। সেখানে পড়ুয়ারা তাদের মায়ের নামে গাছ লাগায়। এমন অভিনব উদ্যোগের পিছনে রয়েছে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংগঠন।বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে রক্ষা করতে সবুজায়নের উদ্যোগ নিয়েছে পরিবেশ নিয়ে কাজ করা ওই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

‘মা কে নাম পে এক পের’ নামক কর্মসূচীর মাধ্যমে দেশ জুড়ে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে তারা। সেই কর্মসূচিতেই সামিল হয়েছে দুর্গাপুরের এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। স্কুলের ডাইরেক্টর সুব্রত চট্টোপাধ্যায় বলেন, ১০০ টির মতো গাছ এদিন লাগানো হয়েছে। যার মধ্যে রয়েছে বিভিন্ন ফল, ফুল ও ঔষধি গুনাবলী সমৃদ্ধ গাছ। ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনেও এই কর্মকাণ্ড চালিয়ে নিয়ে যাবেন।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শহরের অন্যত্রও এদিন বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। দুর্গাপুর থানা ছাড়াও নিউটাউনশিপ থানার অন্তর্ভুক্ত বিধাননগর ফাঁড়ির উদ্যোগে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন ডিসি(পুর্ব) অভিষেক গুপ্তা।

পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে তিনি বলেন, সবাই যদি নিজের বাড়ির আশপাশের এলাকাকে সবুজ রাখেন তাহলেই বিশ্ব উষ্ণায়ন অনেকাংশে কমানো সম্ভব। বর্তমানে, গ্লোবাল ওয়ার্মিং সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ সমগ্র মানবজাতির কাছে। ভরা শীতকালেও পাহাড়ে বরফ গলতে দেখা যাচ্ছে। শীত প্রধান এলাকাগুলিতে পড়ছে গ্লোবাল ওয়ার্মিং-এর কুপ্রভাব। বদলে যাচ্ছে জলবায়ু। ভারসাম্য বিঘ্নিত হচ্ছে পৃথিবীর। যা নিয়ে পরিবেশবিদরা অত্যন্ত দুশ্চিন্তায়।

এমন আবহে সবুজ বাঁচানো ও পরিবেশকে রক্ষার দায়িত্ব আমাদের সকলের। সেই সচেতনতার লক্ষ্য নিয়েই ৫ জুন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের ১৫০টিরও বেশি দেশে এই দিনে বিশেষ বিশেষ কর্মকাণ্ড চলে। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবসের একটি বিশেষ থিম থাকে। এই বছর সেই উপজীব্য থিম ‘প্লাস্টিক দূষণের অবসান’। বর্তমান বিশ্বে যা এক জ্বলন্ত সমস্যা।