দুর্গাপুর, ১৬ জুলাই: মন্দারমনি বেড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুর্গাপুরের দুই যুবক এখনো নিখোঁজ আরো এক যুবক। রবিবার রাতে দুর্গাপুর থেকে ৬ বন্ধু মন্দারমনির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সোমবার সকালে মন্দারমনির সি কুইন হোটেলে ওঠেন ৬ বন্ধু মিলে। মঙ্গলবার সকালে মন্দারমনি সমুদ্রে স্নান করতে নামেন তাঁরা। তখন স্নান করতে নেমেই সমুদ্রে তলিয়ে যান ৩ বন্ধু। সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন নুলিয়ারা। ও পুলিশ। ততক্ষণে দুজনের মৃত্যুই হয় তলিয়ে।
মৃতদের নাম সমর চক্রবর্তী, বয়স ৩৫ বছর দুর্গাপুরের ইস্পাত নগরীর এস.এন বোস এলাকার ও কৌশিক মণ্ডল বয়স ৩২ বছর ভিরিঙ্গি ধর্মরাজতলা এলাকার বাসিন্দা। ঋত্বিক বড়াই নামের আরও এক বন্ধু এখনো নিখোঁজ রয়েছে। রিত্তিকের বাড়ি কাইজার লেন বেনাচিতি এলাকায়। নিখোঁজ যুবকের তল্লাশিতে স্পিডবোর্ড নামানো হয়েছে বলে মান্দারমনি থানা সূত্রে খবর।
মৃতদের মধ্যে সমর চক্রবর্তী পেশায় একজন সেলসম্যান ছিলেন। অন্যদিকে অপরজন কৌশিক মণ্ডল বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। এই ঘটনার পর থেকে শোকস্তব্ধ গোটা এলাকা। স্থানীয় বাসিন্দা প্রভাসময় চ্যাটার্জী বলেন,”সমর এলাকার খুব ভালো ছেলে ছিল। একটা বেসরকারি কোম্পানিতে কাজ করতো। তবে আমরা জানতে পারলাম সমুদ্রের স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে এক বন্ধুর সহ সমরের।”