ব্যক্তি আক্রমণ নয়, মানুষের অধিকার রক্ষার প্রশ্ন নিয়ে দুর্গাপুরে প্রচারে নামলেন সিপিআইএম প্রার্থী

দুর্গাপুর, ২৯ মার্চ: পদ্ম শিবিরের প্রার্থী দিলীপ ঘোষ আর জোড়া ফুল প্রতীকের প্রার্থী কীর্তি আজাদকে টেক্কা দিতে হাতে লাল পতাকা নিয়ে পথে নামলেন সিপিআইএম প্রার্থী ড: সুকৃতি ঘোষাল। দুর্গাপুরে প্রচারের প্রথম দিনে বিশিষ্ট শিক্ষাবিদ জানিয়ে দিলেন, “””ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে আমরা বিশ্বাস করি না। মানুষের অধিকারের প্রশ্ন নিয়ে লোকসভায় লড়াই করাটাই আমাদের কাজ। “”
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এবারের সিপিআইএম প্রার্থী ড: সুকৃতি ঘোষাল ।বর্ধমান মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীর্ঘদিন ধরে বাম আন্দোলনের সাথে জড়িত। গুড ফ্রাইডেতে তিনি দুর্গাপুরে প্রচার শুরু করলেন। সহজ সরল ভাবে তিনি জানিয়ে দিলেন, “”রাজনীতিতে পরিচিত মুখ বলে কিছু হয় না। সেই পরিচিত মুখ কোন দলের হয়ে প্রতিনিধিত্ব করছে সেটাকেই মানুষ বড় করে দেখেন।আমরা গত কয়েক বছর ধরে দেখছি যুব সম্প্রদায় আবার লাল পতাকা হাতে নিয়ে পথে নেমেছে। সম্প্রতি ইনসাফ যাত্রাতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে মানুষ কি চাইছেন। আমরা চাই মানুষের উপর বিশ্বাস রেখেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছি। “”

কেন্দ্রে এবং এ রাজ্যে যে সরকার চলছে তাদের ওপর মানুষ আস্থা হারিয়েছে বলেও অভিমত বিশিষ্ট শিক্ষাবিদ সুকৃতি ঘোষালের। দুর্গাপুরের কবিগুরু বাসস্ট্যান্ড থেকে পদ যাত্রার মধ্য দিয়ে দুর্গাপুরে প্রচার শুরু করলেন সিপিআইএম প্রার্থী। শুক্রবার সারাদিন দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে তিনি প্রচার সারবেন বলেও জানান। মানুষের অধিকার রক্ষার প্রশ্নে লোকসভার ভেতরে যে লড়াই আন্দোলন বামপন্থীরা করেছে তার কোনও বিকল্প নেই বলেও জানিয়ে দেন সিপিআইএম প্রার্থী।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *