দুর্গাপুর, ১৯ মার্চ: দুর্গাপুর স্টিল টাউনশিপের আকবর রোডে বেপরোয়া গতিতে থাকা একটি মিনিবাস এক স্কুটি আরোহীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলা পথচারীকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সালমা বিবি( 50বছর)নামের ওই মহিলা পথচারীর।
দুর্গাপুর-প্রান্তিকা রুটের একটি মিনিবাস বেপরোয়া গতিতে স্টিল টাউনশিপ এর আকবর রোড দিয়ে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী মিনি বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল।এক স্কুটি আরোহীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলা পথচারীকে চাপা দিয়ে একটি বাড়ির বাউন্ডারির দেওয়াল ভেঙে একটি গাছে ধাক্কা মারে। রাস্তা পারাপারকারী এক বৃদ্ধার মৃত্যু হয়। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ। স্থানীয়দের অভিযোগ, “”এই মিনিবাসের চালক নেশাগ্রস্ত অবস্থায় থাকে। সেই কারণেই এই দুর্ঘটনা।””উল্লেখ্য দুর্গাপুর স্টিল টাউনশীপের এই রাস্তায় ইতিমধ্যে ভারী পন্যবাহী যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। সেই প্রেক্ষাপটে নতুন করে আবার এই মিনিবাস দুর্ঘটনা। স্থানীয় এক যুবক অমর্ত্য অধিকারীর চাঞ্চল্যকর অভিযোগ, “”এই রুটে এই মিনি বাসটির মালিক নিজেই দীর্ঘদিন ধরেই এই মিনিবাস চালায় ব্রাউন সুগার সেবন করে।””কিছুদিন আগে দুর্গাপুরের ট্রাফিক বিভাগের কর্তাদেরকে দেখা গিয়েছিল দুর্গাপুরের সমস্ত পুলকারগুলির চালকরা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায় কিনা? তা রাস্তায় দাঁড়িয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে। তাতে দু – একজন চালক মদ্যপ অবস্থায় ছিল এমনটাও ধরা পড়ে। এবার প্রশ্ন উঠছে তাহলে মিনিবাস চালকদের ক্ষেত্রে কেনও কড়া পদক্ষেপ গ্রহণ করেনি দুর্গাপুরের ট্রাফিক বিভাগ? মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর থানায় পাঠানো হয়। ঘটনাস্থলে উত্তেজনা। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে।