দুর্গাপুর, ১৩ এপ্রিল : দুর্গাপুর থানা এলাকার ডিটিপিএস সংলগ্ন অঞ্চল থেকে শনিবার রাতে গ্রেপ্তার সুজয় পাল ওরফে কেবু। তার গাড়ি থেকে উদ্ধার দেড় কুইন্টল তামা। কেবুর কাছ থেকে পাওয়া গেছে ইম্প্রোভাইসড পিস্তল বলেও জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা। কেবুর চারচাকা গাড়িটিও বাজেয়াপ্ত করেছে দুর্গাপুর থানার পুলিশ। দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সুজয় পাল ওরফে কেবুকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হল।
এর আগে কেবু গ্রেপ্তার হয়েছিল দুর্গাপুর থানায় বেশ কয়েক বছর আগে। বেআইনি বালির ঘাট চালানোর অভিযোগ উঠেছিল কেবুর বিরুদ্ধে সেই সময়। কিন্তু এত বিপুল পরিমাণ তামা উদ্ধারের ঘটনার পর প্রশ্ন উঠতে হল তাহলে কি সুজয় পাল ধাতব জিনিসের বেআইনি ব্যবসায় নিজের নাম লিখিয়েছিল?যদিও তার উত্তরে ডিসি পূর্ব অভিষেক গুপ্তা জানান,””পুলিশি হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ চালানো হবে। এই বিপুল পরিমাণ তামা সে কোথা থেকে পেয়েছিল? কোথায় সে নিয়ে যাচ্ছিল ঐ তামা? আরো কারা কারা তার সঙ্গে এই ব্যবসায় জড়িত? এই সমস্ত তথ্য বের করে আমরা সমস্ত দোষী ব্যক্তিদেরকে গ্রেফতার করবো দ্রুত।””রবিবার সাত সকালে কেবুর গ্রেপ্তারির ঘটনায় দুর্গাপুরে চাঞ্চল্য ছড়ায়। এর আগে সিটি সেন্টার এলাকায় সরকারি পারকিং এর দায়িত্বও পেয়েছিল সুজয় পাল ওরফে কেবু বলে জানা গিয়েছিল।সূত্র মারফর জানা যাচ্ছে যে কেবু পুলিশের গ্রেফতারি এড়াতে তার গাড়ি ফেলে একজন তৃণমূল নেতার ঘনিষ্ঠ কোন ব্যবসায়ীর গাড়িতে চড়ে পালিয়ে ছিল। পুলিশ তাকে পরে গ্রেপ্তার করে। প্রশ্ন উঠছে কেবু যার গাড়িতে করে পালিয়ে ছিল ব্যবসায়ীকে কি গ্রেপ্তার করা হবে?