বর্ষবরণের আগেই ১০০ মদ্যপ চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, দুর্গাপুরে ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখলেন ডিসি ট্রাফিক…বর্ষবরণের আগে তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। নিউ ইয়ার পার্টিতে যোগ দিতে গিয়ে দুর্ঘটনার ঘটনা যাতে না ঘটে সেদিকেও চূড়ান্ত তৎপরতা ট্রাফিকের। দুর্গাপুরের সিটি সেন্টারের একাধিক হোটেলের সামনে পার্কিং খতিয়ে দেখলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক ভি.জি সতীশ পশুমার্থী। এছাড়াও দুর্গাপুর থানার পুলিশের তরফ থেকে সিটি সেন্টারে হয়েছে দুটি পুলিশ বুথ। নজরদারি চালাচ্ছে উইনার্স টিম, কমব্যাট ফোর্স। এছাড়াও মোবাইল ভ্যানে চলছে নজরদারি। ডিসি ট্রাফিক ভিজি সতীশ পশুমার্থী বলেন,”ইতিমধ্যেই জেলা জুড়ে ৯৮ জন মদ্যপ বাইক চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্গাপুরের প্রতিটি প্রান্তে ট্রাফিকের তরফ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কোথাও যাতে যানজটের সৃষ্টি না হয় সেদিকেও নজরদারি চালানো হচ্ছে। নিউ ইয়ার পার্টির হোটেলের সামনে যাতে কোন রকম দুর্ঘটনার ঘটনা না ঘটে সেদিকেও নজরদারি বাড়ানো হয়েছে।”
