দুর্গাপুর, ২৩ মার্চ: কংগ্রেস ও সিপিআইএমের জোটের একটু দেরিতে হলেও শেষমেষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বাম ও কংগ্রেস জোটের প্রার্থীর নাম ঘোষণা করা হলো শনিবার । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বাম ও কংগ্রেস জোটের প্রার্থী হলেন সিপিআই (এম) এর সুকৃতি ঘোষাল। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সি পি আই (এম) এর প্রার্থী সুকৃতি ঘোষাল বিশিষ্ট শিক্ষাবিদ হিসাবে সুপরিচিত ।
সুকৃতি ঘোষাল বর্ধমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন।শিক্ষাবিদ হিসাবে সুপরিচিত সুকৃতি ঘোষালের নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই সি পি আই ( এম) সমর্থকেরা মিছিল করতে নামেন।বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম নিয়ে দেওয়াল লিখন শুরু হয়।একসময়ের বাম দুর্গ হিসাবে পরিচিত শস্যগোলা বর্ধমানের কৃষি সমৃদ্ধ এলাকা এবং অন্যদিকে দুর্গাপুর মহকুমার শিল্প তালুকের সমগ্র অংশ এই লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। সুতরাং কৃষি এবং শিল্প এই দুই এর মেলবন্ধনে থাকা এই আসন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এক সময় এখানে বামেদের শক্তি অপ্রতিরোধ্য ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে বামেরা। যদিও বর্ধমান এবং দুর্গাপুরে বামেদের মিছিল মিটিংয়ে পুনরায় বাম সমর্থকরা ফিরে এসেছেন। রাজনৈতিক মহল এক সময় বলেছিল যে, “”বামের ভোট রামে গেল “”অর্থাৎ লাল পতাকার সমর্থকরা কোথাও যেন এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার জন্য বিরোধী গেরুয়া শিবিরের পক্ষে ভোট দিয়েছিলেন। এখন বর্ধমান- দুর্গাপুর লোকসভা আসনের সিপিআইএমের প্রার্থী শিক্ষাবিদ সুকৃতি ঘোষালের সমর্থনে বামেদের ভোট কতটা ফিরে আসে সেটাই দেখার।