পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে প্রথম শুরু হল আধা সামরিক বাহিনীর রুটমার্চ

দুর্গাপুর, ৫ মার্চ: লোকসভা নির্বাচনে দিনক্ষণ স্থির না হলেও কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দেশজুড়ে এখন লোকসভা ভোটের প্রস্তুতি প্রত্যেকটি রাজনৈতিক শিবিরের পক্ষ থেকে। এ রাজ্যের কুড়িটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। আগামী ১০ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এরাজ্যের মোট ৪২ টি আসনের প্রার্থী তালিকা শাসকদলের পক্ষ থেকে ঘোষণা করার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। দলবদলের তাপ উত্তাপ, পছন্দমতো প্রার্থী পাওয়া না পাওয়া নিয়ে সমালোচনা এসব কিছুর মাঝেই পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে শুরু হলো আধা সামরিক বাহিনীর রুট মার্চ।অন্ডাল ব্লকের অন্তর্গত অন্ডাল হিন্দি স্কুল থেকে শুরু করে সমস্ত সাউথবাজারে আজ মোট ১৪ টি বুথের সমস্ত এলাকায় রুটমার্চ করল আধা সামরিক বাহিনী। রুটমার্চ করার সাথে সাথে সাধারণ মানুষের সাথে পথ চলতি সাধারণ মানুষের সাথেও কথা বললেন, ভোট দেওয়ার ক্ষেত্রে সাধারণ ভোটারদের মনে ভয় যাতে না থাকে তার জন্যেই ভোটের নির্ঘন্ট ঠিক হওয়ার আগে থেকেই অন্ডালে কেন্দ্রীয় বাহিনীর রুট মাঠ শুরু হল।

খনি অঞ্চল অন্ডালে নির্বাচনের সময় গন্ডগোলের একটা আশঙ্কা থেকেই থাকে। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি দুদিন আগে বলেন, “”লোকসভায় আসানসোল আসনটিতে পুনর্নির্বাচনের সময় ভোট লুটপাট হয়েছিল। এবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে মানুষ তা প্রতিরোধ করবে। “”অন্যদিকে তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী আজ অন্ডালে রুটমার্চ করার প্রসঙ্গে বলেন, “”২০২১ এর বিধানসভা নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী এনেই ভোট হয়েছিল। আর তাতে কি ফল হয়েছে তার আমাকে বলতে হবে না। বিজেপি প্রয়োজন হলে আমেরিকা, ইংল্যান্ড থেকেও পুলিশ আনুক নিয়ে জিতে দেখাক।””

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *