দুর্গাপুর, ১২ মার্চ: দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব লোকসভা নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত না হলেও তার উত্তাপ শুরু হয়ে গেছে দেশজুড়ে। লোকসভা নির্বাচনের প্রার্থী নির্ধারিত হয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দলের। রাজনৈতিক প্রচার শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর রুট মার্চ। এবার দুর্গাপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে শুরু হয়ে গেল নাকা চেকিং।
শহর দুর্গাপুরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় এই নাকা চেকিং শুরু হয়েছে। খনি অঞ্চল পাণ্ডবেশ্বর এলাকায় অজয় নদীর সেতু পেরিয়ে পার্শ্ববর্তী বীরভূম জেলায় যাওয়া যায়। তাই বীরভূম জেলা থেকে আসা এবং যাওয়ার অন্যতম রাস্তায় দুর্গাপুরে প্রবেশের অন্যতম প্রধান পথ গলফ নগর। সেই এলাকাতে নাকা চেকিং শুরু হওয়ার পর মঙ্গলবার থেকে দুর্গাপুরের এস এন ব্যানার্জি আমরাই মোড় এলাকায় শুরু হল ট্রাফিক পুলিশের নাকা চেকিং। চারচাকা ও দু চাকা গাড়ির ডিকি খুলে চলছে চিরুনি তল্লাশি। দুর্গাপুর ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ বিনয় লায়েক জানান, “”নির্বাচনের আগে বাড়তি নজরদারির জন্য শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালানো হয়। মূলত যে রাস্তা গুলি দিয়ে বিভিন্ন এলাকায় যাওয়া যায় সেই রাস্তাগুলিতেই বাড়তি নজরদারি চালানো হয়।। এমনিতেই গলফ নগরে সারা বছরই নাকা চেকিং চলে। নির্বাচনের সময় বাড়তি আরো বেশ কিছু এলাকাতে এই ধরনের তল্লাশি চালানো হয়। “”দুর্গাপুর ট্রাফিক গার্ডের আধিকারিকরা মঙ্গলবার সকাল থেকেই এই নাকা চেকিং পোস্টে চার চাকা ও দু চাকার যানবাহন দাঁড় করিয়ে চিরুনি তল্লাশি চালান।