দুর্গাপুর,২৬ এপ্রিল : দলের পতাকা ড্রেনে ফেলে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে। বিজেপির কর্মীরা এই ঘটনার প্রতিবাদে তুমুল বিক্ষোভ শুরু করলেন নগর বিধাননগর হাউসিং কলোনিতে। অভিযোগের তির তৃণমূলের দিকে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে, অভিযোগ মদ্যপ তৃণমূল কর্মীরা রাতের অন্ধকারে বিধাননগর হাউসিং কলোনির ভেতর লাগানো বিজেপির দলীয় পতাকা ড্রেনে ফেলে দেয়, একই ঘটনা ঘটে দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের মধ্যেও।
বারবার স্থানীয় নিউটাউনশিপ থানা ও বিধাননগর ফাঁড়ির পুলিশ আধিকারিককে জানানো হয়েছে কিন্তু কাজ হচ্ছে না, এই থানার আধিকারিকদের অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সরব হয়েছে বিজেপি জেলা নেতৃত্ব কমিশনকে চিঠি দিয়েও সেটা জানানো হচ্ছে বলে জানান জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।আজ সকালে দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডে বিধাননগর হাউসিং কলোনিতে বিজেপির পার্টি অফিসের সামনে ড্রেনে দলীয় পতাকা পড়ে থাকতে দেখে উত্তেজিত হয়ে পড়ে বিজেপি কর্মীরা, তুমুল বিক্ষোভ শুরু করে দেয় বিজেপি কর্মী সমর্থকরা, অবিলম্বে দুষ্কৃতীরা গ্রেপ্তার না হলে ধারাবাহিক আন্দোলন শুরু হবে, তৃণমূল হার নিশ্চিত বুঝে গিয়ে এই কাজ করছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্ব, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী তো বটেই এখন থেকে রুট মার্চ করাতে হবে বলে দাবি করেন তারা। যদিও তৃণমূল নেতৃত্ব যাবতীয় অভিযোগ অস্বীকার করে এটাকে একটা বিজেপির নাটক বলে পাল্টা মন্তব্য করেছেন। গোটা ঘটনায় টানটান উত্তেজনা দুর্গাপুরের নিউটাউনশিপ থানার বিধাননগর হাউসিং কলোনী এলাকায়।