দুর্গাপুর, ২১ এপ্রিল : শনিবার বিকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল দুর্গাপুরের মেনগেট এলাকায়। বেপরোয়া গতিতে আসানসোলের দিক থেকে দুর্গাপুরের দিকে আসা একটি চারচাকা গাড়ি ১৯ নম্বর জাতীয় সড়কের মেনগেট ওভারব্রিজে নামার সময় রেলিং ভেঙ্গে সার্ভিস রোডে ঢুকে পড়ে। সার্ভিস রোডে থাকা একটি বাইককে ধাক্কা মারে দুমড়ে-মুচড়ে যাওয়া ওই চারচাকা গাড়িটি। বাইকটি আবার সামনে আরো একটি চার চাকা গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনার জেরে বেপরোয়া গতিতে থাকা চারচাকা গাড়িটির চালকের পাশে বসে থাকা দুর্গাপুর সুভাষপল্লীর বাসিন্দা মলয় সেনগুপ্তর (৪৮ বছর) মৃত্যু হয়।
ওই চারচাকা গাড়িতে থাকা বাকি তিনজনের মধ্যে আরো দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে তড়িঘড়ি ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বেপরোয়া গতিতে থাকা ওই চারচাকা গাড়ি রেলিং ভেঙে সার্ভিস রোডে যে বাইকটিকে ধাক্কা মারে সেই বাইকে থাকা দুজনের মধ্যে একজনের হাত ও একজনের পা ভাঙ্গে। তাদেরকেও তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গেছে এই চারজন যারা চার চাকা গাড়িতে ছিলেন তারা কোন ব্যাংকের সাথে যুক্ত কর্মী।
আসানসোল থেকে অফিসের কাজ সেরে তারা দুর্গাপুরে ফিরছিলেন । বেপরোয়া গতিতে থাকা এই চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কাদারোড থেকে মেনগেট পর্যন্ত 19 নম্বর জাতীয় সড়কে যে ওভার ব্রিজ রয়েছে, তাতে মেনগেটের ওভার ব্রিজের নামার সময় রেলিং ভেঙ্গে পাশের সার্ভিস রোডে গাড়িটি ঢুকে পড়ে। তাহলে কি স্টিয়ারিং লক হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা? খতিয়ে দেখছে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ। মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।