দুর্গাপুর, ২৪ জানুয়ারি : বুধবার আতঙ্কের মহকুমা শাসক দপ্তর সরলো মুখ্যমন্ত্রীর হাত ধরে। উদ্বোধন হলো অত্যাধুনিক মহকুমা শাসক দপ্তরের। দীর্ঘদিন ধরে দুর্গাপুরের সিটি সেন্টারে দুর্গাপুর মহকুমা আদালত ভবন এবং মহকুমা শাসক দপ্তর বিপজ্জনক অবস্থায় রয়েছে। খসে পড়ছে দেওয়ালের সিমেন্টের প্রলেপ আর বড় বড় চাঙর। সেই পলেস্তারা আর বড় বড় চাঙর মাথায় পড়ে আহতও হয়েছেন অনেকে। মহকুমা আদালতের আইনজীবীদের, বিচারকদের পাশাপাশি বিচারকদের আশায় আসা মানুষজনের পাশাপশি মহকুমা শাসক দপ্তরে পরিষেবা নিতে আসা মানুষদের চূড়ান্ত আতঙ্কের মধ্যেই থাকতে হতো। সেই দাবি মেনে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অর্থব্যয়ে দুর্গাপুরে রাজ্য সরকারের সার্কিট হাউসের পাশে গড়ে উঠেছে মহকুমা শাসক ভবন। বুধবার দুপুরে বর্ধমানে সরকারি অনুষ্ঠান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েকশো প্রকল্পের পাশাপাশি দুর্গাপুরের নতুন চারতলা মহকুমা শাসক দপ্তরের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যাধুনিক মানের এই মহকুমা শাসক দপ্তরে রয়েছে পরিবহন দপ্তর, ট্রেজারি, নির্বাচন অফিস, উন্নত প্রযুক্তির তিনটি কনফারেন্স রুম সহ একাধিক সরকারি দপ্তর। এইরকম মহকুমা শাসক দপ্তর পেয়ে খুশি দুর্গাপুরবাসী।এতদিন সিটিসেন্টারের যে ভবনে মহকুমাশাসকের দপ্তর ছিল সেটিও আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আবাসন।তা ভাড়া দিয়েই চলছিল মহকুমাশাসকের দপ্তর ও দুর্গাপুর মহকুমা আদালত সহ রাজ্য সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর। তিনতলায় মহকুমাশাসকের দপ্তরে সাধারণ মানুষকে যেতে হত বিশেষ করে প্রবীন নাগরিকদের এত সিঁড়ি ভেঙে যেতে খুব কষ্ট সহ্য করতে হত।এবার থেকে সেই কষ্ট লাঘব হবে।
প্রসঙ্গত: দুর্গাপুরের সিটি সেন্টারই তৈরি হচ্ছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের ব্যয়ে মডেল আদালত ভবন। কাজও চলছে। এই কাজ শেষ হলে আতঙ্কের আদালত স্থানান্তর হবে।