দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিক ,অসুস্থ ৫ জন

দুর্গাপুর, ১৯ এপ্রিল : ফের আরও একবার দুর্গাপুর ইস্পাত কারখানায় বড়সড় দুর্ঘটনা। দুর্গাপুর ইস্পাত কারখানার দুই নম্বর ব্লাস্ট ফার্নেসের কোনও গ্যাস যা ওপরে উঠে আগুন হয়ে পুড়ে যাওয়ার কথা সেই গ্যাস হটাৎ নীচে বাতাসের সাথে মিশে যাওয়ায় বিপত্তি।শ্রমিকরা হঠাৎ অসুস্থ বোধ করার কারণে তাদেরকে দ্রুত নিয়ে আসা হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। ৫ জন শ্রমিক অসুস্থ বোধ করেন।

সুনীল হাজরা এবং পরিমল মন্ডল নামের দুই স্থায়ী শ্রমিক ছাড়াও নুর আলম জামাদার, বিকাশ কাবাড়ি এবং টোটন খাওয়াল নামের তিনজন ঠিকা কর্মী এই গ্যাস লিকের জেরে অসুস্থ হয়ে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিৎসাধীন। দুর্গাপুর ইস্পাত হাসপাতালের বিছানায় শুয়ে অসুস্থ শ্রমিক সুনীল হাজরা জানান, ‘””হঠাৎ করে মনিটারে আমরা দেখি গ্যাসের মাত্রা বেশি। আমরা একটু অসুস্থ বোধ করছিলাম। আমাদেরকে জল খেতে বলেন। কিন্তু তারপরে হঠাৎ গ্যাসের মাত্রা এত বেশি হয়ে যায় আমরা সবাই ঝিমিয়ে পড়ি। এরপরেই তড়িঘড়ি আমাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। “”এই ঘটনার জেরে ফের রীতিমতো আতঙ্ক দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক মহলে। দুর্গাপুর ইস্পাত কারখানা শ্রমিক নিরাপত্তা বারবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াচ্ছে। দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরণের প্রয়োজনীয়তা প্রতিদিন দুর্ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়ে উঠছে।প্রসঙ্গত উল্লেখ্য দুর্গাপুর ইস্পাত কারখানায় গত কয়েক বছরে বিষাক্ত গ্যাস লিক করে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *