দুর্গাপুর, ২৬ মার্চ: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মঙ্গলবার সকালে দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে প্রাত:ভ্রমণের পর সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বেলাগাম মন্তব্য করে বসেন, তার প্রতিবাদে রাজ্য জুড়ে সমালোচনা ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়েরের পাশাপাশি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন। এবার দিলীপ ঘোষের সমালোচনায় সরব হলেন পশ্চিম বর্ধমান জেলার দুই অভিভাবক রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার। মন্ত্রী মলয় ঘটক বলেন, “”দিলীপ ঘোষ একজন নারীর প্রতি যে মন্তব্য করেছেন আমি তার তীব্র প্রতিবাদ করছি।
তিনি এর জন্য ক্ষমা না চাইলে আগামী ১৩ তারিখে এর জবাব মানুষ ভোট বাক্সে দেবেন। আসলে তিনি বুঝে গেছেন রাজ্য সভাপতির পাট তার গেছে, এবার সংসদ পদও যেতে বসেছে। আমি দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র নিন্দা করছি।”” মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,””দিলীপ ঘোষ আপনি তো এখনও একজন সাংসদ? আপনি একজন মহিলাকে এই ভাষায় আক্রমণ করলেন?আমাদের নেত্রী যিনি দেশের রেলমন্ত্রী থেকে বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন আর আপনি তার পিতৃত্ব সম্পর্কে প্রশ্ন তুলে দিলেন? এর জবাব মানুষ নিশ্চয়ই দেবে। আমাদের নেত্রীর বিরুদ্ধে এরকম কুরুচি কর মন্তব্যে তীব্র নিন্দা করছি।””দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পরেই রাজ্য জুড়ে ঘাসফুল শিবিরের নেতা-মন্ত্রীরা নিন্দায় সরব হয়েছেন।। বলা যায় দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্য লোকসভা নির্বাচনের এই প্রেক্ষাপটে রাজনৈতিক একটি ইস্যুতে পরিণত হলো।।