দিলীপ ঘোষের প্রতিকৃতিকে কবর দিয়ে তার ওপর বৃক্ষরোপণ করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের, সমালোচনার ঝড় শহর জুড়ে

দুর্গাপুর, ৬ জুন:এ কেমন শিক্ষা? এ কেমন রুচিবোধ?রাজনৈতিক সৌজন্যতাবোধ হারিয়ে এরা কারা?বিশ্ব পরিবেশ দিবস পালনের নামে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের একটি অংশ যে কদর্য উদাহরণ তৈরি করলো তাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠলো শিল্প শহর দুর্গাপুরে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রতিকৃতিকে কবর দিয়ে তার ওপরে মাটি ছিটিয়ে,তাঁর উপর সবুজ গাছ লাগিয়ে ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদযাপন করল দুর্গাপুরে ITI এর তৃণমূল ছাত্র পরিষদের। সমালোচনায় শহরের বুদ্ধিজীবী থেকে শুরু করে রাজনৈতিক মহল।


বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুর্গাপুরের মুচিপাড়া সংলগ্ন ITI তে একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। আর সেখানে ছাত্র পরিষদ নেতা অরিজিত পাল ও সৌভিক সেনের নেতৃত্বে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের একটি রঙিন ছবি কে গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে। তার ওপর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। সেই কর্মসূচীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছাত্রদের একটা অংশ।

তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের এমন কদার্য রুচিবোধ নিয়ে দুর্গাপুরের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক কলিমুল হক ও নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে এই ঘটনার তীব্র নিন্দা করেন।

শিক্ষা প্রতিষ্ঠানের বুকে ঘটে যাওয়া এমন ঘটনা আগামী দিনে যেন না ঘটে তার আহ্বান জানিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘড়ুই।

এমন ঘটনা যেন আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় কোন রাজনৈতিক দলের এজেন্ডা না হয়! সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে সংশ্লিষ্ট শিক্ষককে। পাশাপাশি, দলের উচ্চ নেতৃত্বকে এমন কুরুচিপূর্ণ নেতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলার রুচি সম্পন্ন রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যা আগামী দিনে মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে এমনটাই মনে করে শহরের সুশীল সমাজ।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *