দুর্গাপুর, ২৫ মার্চ:তৃণমূল কংগ্রেসের মারকুটে মেজাজের ব্যাটসম্যান কীর্তি আজাদের বিরুদ্ধে বিজেপির হয়ে বোলিং লাইনআপ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে ডাকাবুকো দিলীপ ঘোষ কে। বর্ধমান -দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বাইশ গজের পিচে কে কাকে শেষ পর্যন্ত টেক্কা দেয় সেই লড়াই জমজমাট। প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা করার পর সোমবার দুপুরে দুর্গাপুরে এসে উপস্থিত হন দিলীপ ঘোষ। সাংগঠনিক কাজের জন্য বহুবার দুর্গাপুরে তার আগমন ঘটেছে। এমনকি সঙ্ঘ পরিবারের হয়ে কাজ করার সময় দুর্গাপুরে তিনি দীর্ঘদিন থেকেছিলেন। তাই দিলীপ ঘোষের দুর্গাপুরে পরিচিতি কীর্তি আজাদের থেকে অনেকখানি বেশি। কিন্তু কীর্তি আজাদ বেশ কয়েকদিন ধরেই দুর্গাপুরের বিভিন্ন জায়গা প্রায় চষে ফেলেছেন। দিলীপ ঘোষ যখন এর আগে কীর্তি আজাদ এই বাংলার মানুষ নয় বলে প্রশ্ন তুলেছিলেন, তখন কীর্তি আজাদ আজ পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন, “” দিলীপ ঘোষ তো বর্ধমান দুর্গাপুরের মানুষ নন “”।সোমবার বসন্ত উৎসব। এই উৎসব বাংলার মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই দিনটিতে নিবিড় জনসংযোগের মাধ্যম হিসেবে দিনভর দুর্গাপুরের বিভিন্ন জায়গায় কাটালেন দুই যুযুধান শিবিরের দুই প্রার্থী। কীর্তি আজাদকে দেখা গেল সন্ধ্যার সময় দুর্গাপুরের এ-জোন নেতাজি সুভাষ রোডে ইসকনের মন্দিরে নিজের হাতে আরতি করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। অন্যদিকে দুর্গাপুর ব্যারেজে দামোদর নদে দামোদর আরতিতে বেচে উঠলেন দিলীপ ঘোষ। দুর্গাপুরে দুজনের বাঘ যুদ্ধ জমজমাট। যখন চ্যালেঞ্জ করেছেন দিলীপ ঘোষ কে শূন্য রানে আউট করার জন্য তখন দিলীপ ঘোষ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, “”উনি বর্ধমানও বোঝেন না, তৃণমূলও বোঝেন না। “”