বাঁকুড়া,১৬ ফেব্রুয়ারী : ফের বাঁকুড়ায় হাতির আক্রমণ।দলমার একটি হাতির দলে মোট ১৭ টা হাতির রাতভর তাণ্ডবে অতিষ্ট গ্রামবাসীরা। মৃত্যু হল গরুর, রক্ষা পেল না কৃষকের কান্না,ঘাম,রক্ত দিয়ে ফলানো সোনালি ধান। ধানের মোরাই ভেঙে সমস্ত ধান খেয়ে ক্ষুধা নিবৃত্তি হল দলমার “” দুষ্টু””দামালদের। বিঘার পর বিঘা জমিতে লাগানোগম,সরিষা,আলু,সবজি ক্ষেতে কার্যত দাপিয়ে বেড়াল গজরাজের দল। কয়েক বিঘা জমির ফসল সম্পুর্ন নষ্ট করলো এই হাতির দল।তবে এই হাতির দলের তাণ্ডব রাঙামাটিতে নতুন কিছু না, লাগাতার হাতির তাণ্ডবে অতিষ্ট বাঁকুড়া সোনামুখীর মানুষ,বৃহস্পতিবার গভীর রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় সোনামুখী ব্লকের নারায়ণ সুন্দরী গ্রামে রাত ভোর হাতীর দল তাণ্ডব চালায়, যে কারনে ঘুম ছুটেছে এলাকার মানুষের। সেই হাতির দল তাণ্ডব চালিয়ে প্রবেশ করে জয়পুর জঙ্গলে।তবে বারবার হাতির দল বাঁকুড়া জেলার সোনামুখী এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করলেও মেলেনি সরকারি সাহায্য, এমনটাই অভিযোগ করছেন গ্রামের মানুষ।এ বছরে অকাল বৃষ্টির কারণে পাকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যদিওবা মাঠ থেকে সেই ধান উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে অনেক কষ্টে মরাই রেখেছিলেন কৃষকদের একটা বড় অংশ, তাও আবার সেই ধান হাতির পাল এসে সব খেয়ে নেয়। বাড়ির গৃহপালিত পশু গোরুকে হাতির পাল আক্রমণ করে বসে। আতঙ্কের প্রহর কাটাচ্ছেন বাঁকুড়ার সোনামুখী ব্লকের বেশ কিছু গ্রামের বাসিন্দারা। ফি-বছর সেই এক সমস্যায় জর্জরিত বাঁকুড়ার বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার কৃষিজীবী মানুষ। দলমার দামালদের অতর্কিত আক্রমণের হাত থেকে মুক্তির উপায় খুঁজছেন তারা।