ডিটিপিএস বস্তি উচ্ছেদ আন্দোলনে লাগল রাজনৈতিক রঙ

দুর্গাপুর, ২২ ফেব্রুয়ারী : রাষ্ট্রায়ত্ত ডিভিসির ডিটিপিএস কারখানার নতুন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষম ইউনিট প্রতিস্থাপনের জন্য বস্তি উচ্ছেদ অভিযান প্রক্রিয়া শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিভিসি। এখন কোথায় যাবেন ভেবে কুল পাচ্ছেন না বস্তিবাসীরা? পুনর্বাসনের দাবিতে লাগাতার আন্দোলনের পর এবার দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তর ঘেরাও করে বিক্ষোভে বস্তিবাসীদের। বিজেপি সাংসদ বিধায়ক এর দেখা মিলছে না। এই স্লোগানও উঠে।

বিক্ষোভকারী সুমনা বাউরী অভিযোগ করেন,”রাষ্ট্রায়াত্ত সংস্থা তাঁদের এলাকা ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। কিন্তু কোথায় যাবেন তাঁরা? কেউ পাশে থাকছে না। পুনর্বাসন ছাড়া কোনভাবেই ঘর ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন। পুনর্বাসনের দাবি তুলেই মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় বলেও জানান।””অন্যদিকে আন্দোলনের প্রথম থেকেই নেতৃত্ব দেওয়া অরিন্দম নায়েক জানায়, আমাদের এই আন্দোলনে এসে যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল এই আন্দোলনে আমাদের সঙ্গ দিচ্ছেন। এছাড়াও মতুয়া সম্প্রদায়ের নেতা সঞ্জীব কুন্ডু এবং মমতা বালা ঠাকুর আমাদের এই আন্দোলনকে সমর্থন করেছেন। বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া কিংবা বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেছিলেন বস্তি উচ্ছেদের আগে বুলডোজার তাদের ওপর দিয়ে চালাতে হবে। কিন্তু আজ তারা দুজনই নিখোঁজ হয়ে গেছেন। “”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *