দুর্গাপুর, ৯ এপ্রিল : বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা হওয়ার পর দুর্গাপুরে প্রার্থী হিসেবে পা দেওয়ার পর থেকে একের পর এক বেলাগাম মন্তব্য করে দিলীপ ঘোষ সংবাদ শিরোনামে। সোমবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার ফুলঝোড়ে দিলীপ ঘোষের “”চা-চক্রে””তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী সমর্থকের উপস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবার দিলীপ ঘোষ কে দেখা যায় দুর্গাপুরের এ-জোন মেজর পার্কে আজ প্রাত:ভ্রমনে বেরোতে।
প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ জনসংযোগ করলেন প্রাতঃভ্রমণকারীদের সাথে কথা বলেনভ, সেলফি তোলেন।দিলীপ ঘোষ প্রাত:ভ্রমণে ডান্ডা হাতে প্রসঙ্গে জানান, “” রাস্তায় অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে। তাই ডান্ডা দেখে যদি কোন কাজ হয়, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্য এই ডান্ডা আছে।””এন আই এ র কর্তার বিরুদ্ধে রাজ্যপালের কাছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের অভিযোগ করতে যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “”যারা একসময় রাজ্যপাল এবং নির্বাচন কমিশন কে গালিগালাজ করত তারা ই এখন কাকা ও মেসোমশাইদের কাছে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচন প্রক্রিয়া চলছে। তৃণমূল লড়াইয়ের ময়দান ছেড়ে এখন প্রায় রাজপথে ঘুরে বেড়াচ্ছে। এই করতে করতে দেখবেন নির্বাচন পেরিয়ে গেছে। “”নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সি গুলির তৎপরতা সম্পর্কে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “”কেন্দ্রীয় এজেন্সি যেখানে যাচ্ছে টাকা, সোনা, গয়না সমস্ত অপরাধের প্রমাণ নিয়ে বেরোচ্ছে। মানুষ তো তা দেখতে পাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি যা করছে ঠিক করছে। “”ঠাকুরবাড়িতে কোন্দল প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন , “”ঠাকুর বাড়িকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন ধর্মীয় সংগঠনের সমস্যা হলে তা মিটাতে নিজেদের কমিটি আছে, ভক্তবৃন্দরা আছে। সেখানে নাক গলানোর কি আছে? “”সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রসঙ্গক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম না করে বললেন, “”চোর যতই চেঁচিয়ে কথা বলুক তার কথা কেউ বিশ্বাস করবে না। আগে উনি নিজেকে নিরপরাধী প্রমাণ করুন। তারপর কথা বলবেন।””