জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে আমরা আর নেই বললেন শুভেন্দু অধিকারী

দুর্গাপুর, ২৮ অক্টোবর : “”জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে প্রথম দিন থেকেই ছিলাম, কিন্তু জুনিয়র ডাক্তাররা যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ধি করেছেন সেদিন থেকে ওদের সঙ্গে নেই, নো কম্প্রোমাইজ উইথ মমতা বন্দ্যোপাধ্যায়।আর জি করে ডাক্তার বোনের মৃত্যুর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়””-ঝাড়খন্ড যাওয়ার পথে দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে নেমে মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে নিজের মত প্রকাশ করতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, “”যদি অবাক শান্তিপূর্ণ ভোট এই রাজ্যে হয় তাহলে কোন হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দেবেন না। “” ঝাড়খন্ডে দলীয় প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিতে আজ অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমান বন্দর হয়ে সড়ক পথে ঝাড়খন্ড যাওয়ার পথে আর জি কর ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বিধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বললেন আর জি করের ডাক্তার বোনের মৃত্যুর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতুতো ভাই কি বলেছেন সেটা তৃণমূল কোম্পানির মালিক বলতে পারেন মন্তব্য শুভেন্দু অধিকারীর। সুষ্ঠু ভাবে নির্বাচন হলে আর হিন্দুরা ভোট দিতে পারলে এই সরকার পড়ে যাবে, কারণ ভোট হতে দেয় না, গত নিবার্চনগুলোতে হিন্দুরা ভোট দিতে পারেনি পারলে হারতো তৃণমূল।অমিত শাহ ২০২৬ শে রাজ্যে বদল ঘটনার কথা বলেছেন। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন উনি আমাদের নেতা আমরা দলের কর্মী।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *