দুর্গাপুর, ৬ অক্টোবর : দুর্গোৎসবের আনন্দঘন মুহুর্তের আগেই হটাৎ আবার জয়নগরের কুলতলিতে এক পৈশাচিক ঘটনা রাজ্য রাজনীতিকে উত্তাল করে তুলেছে।দুর্গাপুরে বামেদের পক্ষ থেকে রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও সিপিআই(এম) এর আরও এক প্রয়াত নেতা সীতারাম ইয়েচুরির স্মৃতির উদ্দেশ্যে সম্পর্কিত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। এই অনুষ্ঠানে উপস্থিত সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “”যেখানে যা অপরাধ ঘটছে নবান্ন থেকে বলে দেওয়া হচ্ছে এটা হয়েছে, কোনও পুলিশ আধিকারিক যদি সত্য ঘটনা বলে তাহলে তাকে বদলি করে দেওয়া হচ্ছে।”” এভাবেই রবিবাসরীয় সন্ধ্যায় দুর্গাপুর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলকে আক্রমণ করলেন সিপিএমের পলিটবুরোর সদস্য মহম্মদ সেলিম। রবিবার বিকেলে দুর্গাপুরের গান্ধী মোট সংলগ্ন মাঠে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিএম নেতা সীতারম ইয়েচুরির স্মরণ সভায় যোগ দেন পলিটবুরোর সদস্য মোহম্মদ সেলিম, প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, জাহানারা খান, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী, প্রাক্তন মেয়র রথীন রায় প্রমুখ। মহম্মদ সেলিম রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন,”আরজি কর, জয়নগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা মহামারীর আকার ধারণ করেছে। তবুও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছে। আমাদের কর্মীরা দিকে দিকে প্রতিবাদ করছে। সেই জন্য প্রতিবাদ থামানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশের উপর মানুষ বিরক্ত হয়ে গেছে। পুলিশকে অপরাধ দমন করতে হবে, তদন্ত করতে হবে। শুধু কালীঘাট আর নবান্নর দিকে চেয়ে থাকলে হবে না।”