দুর্গাপুর, ১৪ জানুয়ারি : মকর সংক্রান্তি উপলক্ষে দেশজুড়ে ঘটা করে পুণ্য স্নানের আয়োজন মঙ্গলবার ভোর রাত থেকেই।বীরভূম জেলার জয়দেব কেন্দুলি তে প্রতিবারের মতো এবারও মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয়।দিনভর ভালই ভালই কাটলেও মঙ্গলবার সন্ধ্যায় পুন্যস্নানে নেমে তলিয়ে গেল জোড়া কিশোর। এক ঘন্টা পরেও মিলল না খোঁজ। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভে পুন্যার্থীদের। তলিয়ে যাওয়া দুই কিশোরের নাম রাহুল রাই(১৫), শুভম মন্ডল(১৭)। দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকার বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে দুর্গাপুর থানার চাষীপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকা থেকে চার বন্ধু মিলে কাঁকসার শিবপুরের অজয় নদে পুণ্য স্নানের জন্য আসেন। তারপরেই স্নানের জন্য পাড়ে জমা প্যান্ট খুলে গামছা পরে স্নানে নামে। তারপরেই সাঁতার না জানায় নিয়ন্ত্রণ হারিয়ে অজয়ের জয়ে তলিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। এক ঘন্টা ধরে দ্রুত উদ্ধারকারী দল না পৌঁছানোই ক্ষোভে ফেটে পড়েন পুন্যার্থীরা। বন্ধু দেবাশীষ সান্যাল এর দাবি,”আমাদের দামোদরে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার বন্ধুরা বলে জয়দেবের মেলায় যাব। সেইমতো আমরা জয়দেবের মেলায় আসি। তারপরেই তোমার দুজন বন্ধু অজয়ের জলের স্নানে নামে। কিছুক্ষণ পরেই বাঁচাও বাঁচাও করে চিৎকার করে ওঠে। সাঁতার না জানার কারনে আমিও ঝাঁপাতে পারিনি। তারই মধ্যে আমার দুই বন্ধু অজয়ের জলে তলিয়ে যায়। সাড়ে চারটের সময় ঘটনাটি ঘটলেও এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।””মঙ্গলবার ভোর বেলা থেকে বিপর্যয় মোকাবিলার দল কড়া নজরদারি চালিয়েছিল জয়দেবের অজয় নদের বুকে।সমানতালে বীরভূম জেলা পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও কড়া নজরদারি চালানো হয়। কিন্তু শেষ রক্ষা করা গেল না। শেষমেষ তলিয়ে গেল দুই কিশোর। সন্ধ্যা নেমে যাওয়ার কারণে তাদের খোঁজে তল্লাশিতে বাধা পেতে হয় বিপর্যয় মোকাবিলা দলকে।