খুন,আত্মহত্যা নাকি দুর্ঘটনা? ছাত্রের মৃত্যুতে রহস্য বাড়ছে

অন্ডাল,২৪ জুলাই : দুদিন পর পরিত্যক্ত খনির জলাশয় থেকে উদ্ধার হল নিখোঁজ ছাত্রের মৃতদেহ । মৃত ছাত্রের নাম রিতেশ মন্ডল । বুধবার দেহটি উদ্ধার হয় বাবুইসোল কলোনি সংলগ্ন পরিত্যক্ত খনির জলাশয় থেকে ।

মদনপুর পঞ্চায়েতের পলাশবন এলাকার চন্ডীতলার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র রীতেশ মন্ডল (১৫) সোমবার দুই বন্ধুর সাথে বাড়ি থেকে বের হয় স্কুল যাওয়ার নাম করে । বিকেলে বন্ধুরা বাড়ি ফিরে এলেও ফিরেনি রিতেশ । বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর খোঁজ না পাওয়ায় মঙ্গলবার অন্ডাল থানায় নিখোঁজ ডাইরি করে পরিবার । বুধবার বেলা বারোটা নাগাদ বাবুইসোল কলোনি সংলগ্ন পরিতক্ত খনির জলাশয়ে রিতেশের দেহ ভাসতে দেখে স্থানীয়রা ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও রিতেশের পরিবার । পরিবারের লোকেরা নিখোঁজ রিতেশের মৃতদেহটি শনাক্ত করে । মৃত ছাত্রের বাবা শ্রীকান্ত মন্ডল বলেন মনু মালাকার সহ আরও একজন বন্ধুর সাথে রিতেশ বাড়ি থেকে বের হয়েছিল । রিতেশের মৃত্যু কিভাবে হয়েছে এই দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে বলে দাবি করেন তিনি । রিতেশের বন্ধু মনু মালাকার কে আটক করেছে পুলিশ ।পুলিশ সূত্রে জানা গেছে আটক হওয়া বন্ধু মনু মালাকার জানিয়েছে তারা তিনজন স্কুল যাওয়ার আগে ওই পরিত্যক্ত জলাশয়ে স্নান করেছে । তারপর সে রাণীগঞ্জ চলে গিয়েছিল । রিতেশ যেতে চাইনি ও ফিরে গিয়েছিল । রিতেশের মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই আমার বাড়িতে ওর মোবাইলটা চার্জে দেওয়া ছিল । সন্ধ্যা পর্যন্ত ও মোবাইলটা নিতে না এলে আমি ওদের বাড়িতে গিয়ে মোবাইলটা দিয়ে আসি। তবে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নেমেছে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *