কেন্দ্রীয় এজেন্সির বিজেপি বিরোধী দলগুলির নেতাদের বাড়িতে অভিযান নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিমায় ঝোড়ো ব্যাটিং কীর্তি আজাদের

দুর্গাপুর, ২৩ মার্চ: দেশের বিভিন্ন প্রান্তে চলছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআ, ইডি কিম্বা আয়কর দপ্তরের অভিযান। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তারের পাশাপাশি এ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতেও ইডির ম্যারাথন অভিযান। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং দেখা গেল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের। শুভেন্দু অধিকারীর প্রসঙ্গও তুলে আনেন তিনি। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারীরা কেন গ্রেপ্তার নয়? প্রশ্ন তোলার পাশাপাশি কীর্তি আজাদের মুখে ওয়াশিং মেশিন তত্ত্বের কথা উঠে এলো। কেন্দ্রীয় প্রকল্প আনতে ব্যর্থ বাংলার ১৮ জন বিজেপি সাংসদ, তারই বিরুদ্ধে তৃণমূলের “”অধিকার যাত্রা”” নিয়ে কর্মী সম্মেলন।

প্রার্থী কীর্তি আজাদকে সঙ্গে নিয়ে শনিবার বিকেলে দুর্গাপুরের ইস্পাত নগরীর বিধানভবনে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী করলেন কর্মীসভা। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সমস্ত তৃণমূলের বিধায়কদের এবং জেলা নেতৃত্বদের এবং পঞ্চায়েতস্তরের নেতৃত্বদের সঙ্গে নিয়ে অধিকার যাত্রার কর্মী সভা অনুষ্ঠিত হয়। ২০২১ সাল থেকে লাগাতার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার নানান কথা এবং কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার সেই অভিযোগও তোলেন। প্রার্থী কীর্তি আজাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,”বিজেপি তো ৪০০ আসনে লড়ছেই না তো ৪০০টা আসন হবে কি করে? কাঠের উনুনে মাটির হাড়ি বারবার বসালে ভেঙে যায়। কেন্দ্রীয় সরকার ইডি আর সিবিআইকে একইভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। লোকসভা নির্বাচনে বিজেপির হার নিশ্চিত বলেও কটাক্ষ করেন। তিনি বলেন লোকসভা নির্বাচনে জয়লাভ করলে বর্ধমান দুর্গাপুরের মানুষের কথা তুলে ধরবেন লোকসভায়। সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন সঠিক অধিকার।”রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,”মানুষের বাড়িতে বাড়িতে কেন্দ্রীয় সরকারের দুর্নীতির কথা তুলে ধরবেন। রাজ্যজুড়ে চলবে এই অধিকার যাত্রা।”এখনও পর্যন্ত বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপির অন্তদ্বন্দ্ব চলছে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *