কাঁকসা,২ এপ্রিল : মঙ্গলবার সাত সকালের বিরাট দুর্ঘটনা কাঁকসার বিরুডিহাতে ১৯ নম্বর জাতীয় সড়কে।সূত্র মারফত জানা গেছে একটি কয়লা বোঝায় বড় ট্রাক বিরুডিহা ওভার ব্রিজ থেকে নামার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাস্তার পাশে সেই সময় এক সাইকেল আরোহীসহ বেশ কয়েকজন ওই কয়লা বোঝায় ট্রাকের নিচে চাপা পড়ে আছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কিন্তু কি কারণে এই কয়লা বোঝায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল? তা নিয়ে অনেকেই অভিযোগ তুলছেন। ঘটনাস্থলে এই মুহূর্তে কাঁকসা থানার পুলিশ। ১৯ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রী বোঝাই বাসের বেপরোয়া গতিতে ওভারটেক করার কারণেই নাকি এই দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে দুজন চাপা পড়ে আছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে স্থানীয়দের আশঙ্কা প্রায় 5-7 জন এই কয়লা বোঝায় ট্রাকের নিচে চাপা পড়ে আছে।