দুর্গাপুর, ১০ ডিসেম্বর : উত্তপ্ত বাংলাদেশ। শান্তির বার্তা দিয়ে পদযাত্রায় ইস্টবেঙ্গল সমর্থকরা। মঙ্গলবার সকালে দুর্গাপুরের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে থেকে শুরু হয় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল। দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের প্রায় ১০০ বেঙ্গল সমর্থকের উপস্থিতি ছিল। তাদের একটাই বার্তা সেখানকার সংখ্যালঘুদের সুরক্ষিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্ল্যাক্যাডের মাধ্যমে সেই বার্তা দেওয়া হয়। দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক ললিত দাস বলেন,”ওপার বাংলায় যেভাবে অত্যাচার চলছে সেখানকার সংখ্যালঘুদের উপর তাতে আমরা উদ্বিগ্ন। সেখানে শান্তির বার্তা দিয়ে গোটা বাংলা জুড়ে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল চলছে। দুর্গাপুরেও আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করলাম।আমাদের অনেকের পরিবার পরিজনেরা বাংলাদেশে রয়েছে। তারা সহ বাংলাদেশের সবাই সুরক্ষিত থাকুক শান্তি ফিরে আসুক এটাই আমরা দাবি তুললাম।””ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সদস্য কৌশিক চৌধুরী জানান, “”আমরা ইস্টবেঙ্গলের সমর্থক। বাংলাদেশে আমাদের আত্মীয় বন্ধুরা অত্যন্ত সমস্যায় আছেন। আমরা তাদেরকে নিয়ে উদ্বেগে রয়েছি। সেই দেশকে দ্রুত শান্তি ফিরে আসুক এটাই আমাদের কামনা। বাংলাদেশ এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে নিবিড় সাংস্কৃতিক যোগ রয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের দেশের সাথে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের। সেই সম্পর্ক যাতে আজীবন বজায় থাকে চেষ্টা করা উচিত দুই দেশের নাগরিকদের। আমরা চাই বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা দ্রুত সেই দেশে সবাই যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন এবং নিজেদের সমস্ত অধিকার প্রয়োগ করতে পারেন সেই বিষয়ে সবাই মিলে এগিয়ে আসুন। “”