উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিবাজীর জন্মতিথিতেব্বিজেপি বিধায়কের উপস্থিতিতে তারস্বরে মাইকে ব্যাঞ্জো বাজিয়ে মিছিলকে ঘিরে সমালোচনা

দুর্গাপুর, ১৯ ফেব্রুয়ারী : উচ্চমাধ্যমিক পরীক্ষার আজ দ্বিতীয় দিনে বিতর্কের মুখে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক ।পরীক্ষার সময় মাইকের ব্যবহার নিষিদ্ধ করা হয়।কিন্তু তাকে “বুড়ো আঙুল”” দেখিয়ে করেই সোমবার দুর্গাপুরে ব্যাঞ্জো বাজিয়ে, তারস্বরে মাইক বাজিয়ে স্টিল টাউনশীপে বিজেপি বিধায়ক লক্ষন ঘোড়ুই এর উপস্থিতেতে মিছিলের আয়োজন হল।বিজেপি বিধায়ক লক্ষন ঘোড়ুই দাবী করলেন,””আজ দিকে দিকে সন্ত্রাস।শিবাজির মত বীর সন্তানের জন্ম হোক। গত তিনবছর ধরে এই দিনে আমরা মিছিল করি।এবারেও আমরা পুলিশের অনুমতি নিয়েই যে সময় পরীক্ষা শেষ, ছেলেরা যে সময় পড়াশোনা করে না সেই সময় এই মিছিলের আয়োজন করেছি।”” বিজেপি বিধায়কের পুলিশের অনুমতি নেওয়ার দাবীকে অস্বীকার করে আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় আমাদের জানান, “”পুলিশ কি এই সময় মাইক বাজানোর অনুমতি দিতে পারে? কোনও অনুমতি দেওয়া হয়নি । যারা মিছিল করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। “”ছত্রপতি শিবাজীর জন্মতিথি উপলক্ষে এই মিছিলের আয়োজন দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। দুর্গাপুর স্টিল টাউনশিপের রাজীব গান্ধীর স্মৃতি ময়দান থেকে ব্যাঞ্জো বাজিয়ে মাইক লাগিয়ে হাঁটতে দেখা গেল দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই, গেরুয়া শিবিরের যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়দের। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “” যাদের সামান্যতম জ্ঞানটুকু নেই যে কোন সময় মাইকের ব্যবহার করা যায়, আর করা যায় না তারা কেমন মানুষের প্রতিনিধি এর থেকে প্রমাণিত হয়। যারা এভাবে পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে মিছিলের আয়োজন করলো তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গৃহীত হোক দাবি জানাবো। “”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *