ইস্পাতের শহরে মানুষের মন জয় করলেন পপ কিং কুনাল গাঞ্জাওয়ালা

দুর্গাপুর, ৮ ডিসেম্বর : দুর্গাপুর উৎসবের দ্বিতীয় দিনে বলিউড ও টলিউড কাপানো পপ সম্রাট কুনাল গঞ্জাওয়ালা দুর্গাপুর উৎসবের মঞ্চ মাতিয়ে তুললেন।ইস্পাতের শহরের মানুষের হৃদয় জয় করলেন একের পর এক হিট হিন্দি ও বাংলা গান গেয়ে।২০০২ সালে চলচ্চিত্রে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ কুনাল গঞ্জাওয়ালার।ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক ভাষা গুলিতে বহু হিট গান তিনি উপহার দিয়েছেন ভারতবর্ষের মানুষকে। বলিউডে বেশ কয়েকটি কয়েকটি ওজনদার ছবিতে তার গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তার গায়কির মধ্যে রয়েছে পাশ্চাত্যের ছোঁয়া। ৫৩ বছর বয়সেও দুর্গাপুর উৎসবের মঞ্চে প্রায় আড়াই ঘন্টা একটানা গান গেয়ে শ্রোতাদের হৃদয় হরণ করলেন বলা যায়। সদ্য শীতের কামড় শুরু হয়েছে।। উত্তরে হওয়ার দাপট না দেখা গেলেও হিমেল হাওয়া বইতে শুরু হয়েছে শহর দুর্গাপুরে। কুনাল গাঞ্জেওয়ালার চড়া সুরে গাওয়া গান হিমেল হাওয়া কাটিয়ে এক তপ্ত অনুভূতি এনে দেয় উপস্থিত দর্শকদের মধ্যে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *