দুর্গাপুর, ২৩ মার্চ: গতবার সুরিন্দর সিং আলুওয়ালিয়ার হাত ধরে মাত্র ১৫ দিনের প্রচারের সুযোগ পেয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন। কিন্তু সেই কেন্দ্রেই বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতে এত দেরি? তাহলে কি সুনিন্দার সিং আলুওয়ালিয়ার জায়গায় অন্য কেও?তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন এই আসনেই ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম প্রধান সৈনিক কীর্তি আজাদের নাম ঘোষণা করা হয়েছে প্রার্থী হিসেবে, তিনি যখন তার লোকসভা কেন্দ্রে ফুটিয়ে অনেক জায়গায় প্রচার সেরে ফেললেন তখনও পর্যন্ত বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হলো না। রাজ্যের শাসকদলের পক্ষ থেকে এই ঘটনাকে নিয়ে কটাক্ষ করতেও ছাড়া হয়নি। অন্যদিকে কে হবেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তা নিয়ে জল্পনা বাড়ছিল। প্রথম দিকে উঠে এসেছিল বিজেপির এ রাজ্যের অন্যতম লড়াকু মহিলা মুখ তথা আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এর নাম।
তার নামে দেওয়াল লিখানো শুরু হয়ে গিয়েছিল দুর্গাপুরের বেশ কিছু জায়গায়। পরবর্তীতেও জোরালো ভাবে উঠে আসে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা “”দাপুটে নেতা”” দিলীপ ঘোষের নাম। সেই মর্মেও বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সংবাদ প্রকাশিত হয়ে যায়। শনিবার পিত্ত বছরে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর নাম ও ঘোষণা হয়ে যায় আনুষ্ঠানিকভাবে। কিন্তু তখনও পর্যন্ত বিজেপি প্রার্থীর নাম নিয়ে জিইয়ে রইল জল্পনা। শনিবার গেরুয়া শিবিরের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী বর্ধমানবিজেপি প্রার্থী হতে চলেছেন দুর্গাপুর এই লোকসভা কেন্দ্রের টলিউড স্টার রুদ্রনীল ঘোষ। বিগত বেশ কয়েক বছর ধরে তার রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে লেখা কবিতা আবৃত্তির মধ্য দিয়ে তিনি তৃণমূল কংগ্রেস বিরোধী হিসাবে নিজের পরিচিতি এবং জনপ্রিয়তা অর্জন করেন। তাহলে কি শেষমেষ রুদ্রনীল ঘোষ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃতীয় যাদের বিরুদ্ধে গেরুয়া শিবিরের হয়ে বোলিং করবেন?কীর্তি আজাদের ঝড়ো ব্যাটিং থামাতে পদ্ম শিবিরের অস্ত্র কি এই দুঁদে অভিনেতা? শনিবার সন্ধ্যা থেকেই রুদ্রনীল ঘোষের নাম বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে ছড়িয়ে পড়ে। গেরুয়া শিবিরের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী দিলীপ ঘোষ এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহলে দীর্ঘ ৩১ বছরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কি? তিনি কি তাহলে আসানসোলেই প্রার্থী হবেন? শনিবার সন্ধ্যায় আবার আসানসোলের প্রার্থী হিসেবে উঠে আসে জোরালোভাবে জিতেন্দ্র তিওয়ারির নাম। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির সখ্যতার কথা সর্বজনবিদিত। তাই আসানসোল লোকসভা কেন্দ্রে ভোজপুরি গায়ক পবন সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানানোর পর কি জিতেন্দ্র তিওয়ারি লড়াই করবেন “” বিহারী বাবুর”” বিরুদ্ধে ?সূত্র অনুযায়ী খবর দিল্লিতে এই মর্মে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। সম্ভবত রবিবার দিন এই রাজ্যের বাকি আসন গুলির পাশাপাশি বর্ধমান- দুর্গাপুর ও আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বিজেপি হাই কম্যান্ড এর পক্ষ থেকে।