দুর্গাপুর, ২১ ফেব্রুয়ারী : আজ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দুর্গাপুরেও পালিত আন্তর্জাতিক ভাষা দিবস।দুর্গাপুরের বি-জোন এডিসন রোডের ভাষা শহীদ উদ্যানে ভাষা শহীদদের জন্য নির্মিত শহীদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। বাংলা গানের সুরে, ছন্দে,নৃত্যে, কবিতায় শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। দুর্গাপুরের বেসরকারি সুরেনচন্দ্র মডার্ন হাই স্কুলের পক্ষ থেকে বিদ্যালয়ের সূচনা লগ্ন থেকেই এই দিনটিকে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করা হয়। এপার ও ওপার বাংলার কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা একত্রিত হয়ে এই দিনটিকে পালন করেন। এই বিদ্যালয়ে ভাষা শহীদ স্মারক তৈরি হয়েছে ঢাকার আদলে। বুধবার সকাল থেকেই শিল্প নগরীর বিভিন্ন জায়গায় এই ঐতিহাসিক দিনকে শ্রদ্ধার সাথে পালন করা হল।