অবহেলা,অনাহার একাকি প্রৌড়ের অসহায় মৃত্যু

দুর্গাপুর, ১১ মে: আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিল ছেলেকে। সেই ছেলের বৃদ্ধ বাবাকে অসহায় অবস্থায় রেখে বাইরে চলে যাওয়া।দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত মিশ্র ইস্পাত কারখানার প্রাক্তন কর্মী বাবার পরিচারিকার ভরসায় জীবনযাপন।শেষমেশ অর্ধাহারে, অনাহারে অবহেলায় অসহায় বাবার মৃত্যু ।এমনই করুন চিত্র দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে। মৃত বৃদ্ধের নাম সুবোধ রঞ্জন আর্চার্য(৮১)। দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। ছেলে রেলের কর্মী। থাকেন কলকাতার বালিতে বিলাসবহুল ফ্ল্যাটে। আর বৃদ্ধ বাবা থাকতেন দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কো-অপারেটিভ এলাকার মধুসূদন দত্ত পথের বাড়িতে। কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগতে থাকেন সুবোধবাবু। স্থানীয়দের অভিযোগ, ছেলে কোনদিন আসতো না বাবার খোঁজ নিত না। তাই স্থানীয়রা একত্রিত হয়ে সুবোধবাবুর চিকিৎসা করাতেন। ছেলের দুর্ব্যবহারে মৃত্যু হল বাবার বলে অভিযোগ। বাড়ির পরিচারিকা অর্চনা ঘোষালের অভিযোগ,”কোনোদিন না খেয়ে কোনদিন কাঁদতে কাঁদতে রাত কাটাতো।

কিছুদিন ধরে বাড়তে থাকে অসুস্থতা। হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল।বাড়িতে নিয়ে আসার পরেও বারান্দাতেই শুয়ে থাকতো। সেই জন্য লক্ষণরেখার গণ্ডি দিয়েছিলাম। ছেলেকে একাধিকবার খবর দেওয়া হয়েছিল কিন্তু কোন গুরুত্ব দিত না সে। শনিবার রাতেও ছেলেকে ফোন করা হয়েছিল কিন্তু তারপরেও কোনো কর্ণপাত করেনি। রবিবার সকালে খবর পায় সুবোধবাবুর মৃত্যু হয়েছে।” এই খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ