দুর্গাপুর, ১৭ জুন: পশ্চিম বর্ধমান জেলার ফরিদপুর থানার অন্তর্গত প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের আওতাধীন বাঁশিয়ার জঙ্গলে অর্ধনগ্ন এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ওই মহিলার আনুমানিক বয়স ৪০-৪৫ বছর বলে সুত্রের খবর।এলাকার মানুষের অভিযোগ এই ধরনের ঘটনা কোনদিন এই এলাকায় ঘটেনি তাই আতঙ্কিত এলাকাবাসী।
সোমবার লাউদোহার বাঁশিয়ার জঙ্গলে আশপাশের গ্রামের অনেকেই গোচারণ করাতে ও শুকনো গাছের ডালপালা সংগ্রহের জন্য যান।সেই সময় তারা পচা গন্ধ পেয়ে দেখতে পান জঙ্গলের ভেতরে এক অর্ধনগ্ন মহিলার পচাগলা মৃতদেহ পড়ে থাকতে।এই খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে এলাকায়।বহু মানুষ আসেন ওই মহিলা কে তা জানার জন্য ঘটনাস্থলে। কিন্তু পচাগলা ওই মৃতদেহ দেখে কেও তাকে শনাক্ত করতে পারেননি।স্থানীয়দের কথায় ওই মহিলার দেহ অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল আর তা দেখে স্থানীয় দের অভিমত যে বাইরে থেকে ওই মহিলাকে মেরে ফেলার পরে তার মৃতদেহ এই জঙ্গলের ভেতরে ফেলে দেওয়া হয়েছে।স্থানীয় যে মহিলারা ওই জঙ্গলে গোচারণ ও শুকনো ডালপালা জ্বালানির জন্য সংগ্রহ করতে যান তারা এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত বলেও জানান।ঘটনাস্থলে খবর পেয়ে আসে ফরিদপুর থানার পুলিশ। ওই পচাগলা মৃতদেহ উদ্ধারের পরে তা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।যদিও পুলিশের পক্ষ থেকে বলে হয় ওই মহিলার পরিচয় জানার জন্য পুলিশ খোঁজ চালাচ্ছে। আর ওই মহিলার মৃত্যু কীভাবে হল তা জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।তবে অর্ধনগ্ন মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে যে প্রতাপপুর অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে তা কিন্তু স্পষ্ট।।