দুর্গাপুর, ৭ এপ্রিল : ভূপতিনগর বিষ্ফোরন কান্ড নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতার আগে বিজেপি নেতা জীতেন্দ্র তিওয়ারির সাথে গোপন বৈঠকের অভিযোগ এন আই এ কর্তার। সেই মর্মেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলেও নির্বাচনের আগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগেছেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা যখন সাংবাদিকদের সামনে এই ঘটনাকে সামনে এনে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন তার পরেই জীতেন্দ্র তিওয়ারি দুর্গাপুরে দাঁড়িয়ে তৃণমূলের তার বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ প্রমাণ করার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের বলেই পালটা তৃণমূলের কোর্টে বল ছুড়ে দিলেন ।
এন.আই.এ র এস পি ধনরাম সিং এর সাথে গোপন বৈঠক করার অভিযোগ আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। উত্তরবঙ্গে এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূপতিনগর কান্ডে তৃণমূলের দুই নেতাকে গ্রেফতার করার পর চাঞ্চল্যকর অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক রাজ্য তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূলের রাজ্য নেতা কুনাল ঘোষের। এক সপ্তাহের মধ্যে এন. আই. এ নিয়ে যে আপত্তিজনক মন্তব্য তৃণমূল করেছে তা প্রত্যাহার না করলে মানহানির মামলার হুঁশিয়ারি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। কলকাতায় রাজ্য তৃণমূল নেতৃত্ব সাংবাদিক বৈঠক করে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ২৬ শে মার্চ জিতেন্দ্র তিওয়ারি, ধনরাম সিং, এসপি, এন.আই.এ র বাসভবনে বৈঠক করেছিলেন। ৬ই এপ্রিল ভূপতিনগর ষড়যন্ত্র পরিকল্পিত হয় বলেও অভিযোগ তোলা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জিতেন্দ্র তিওয়ারির স্পষ্ট বক্তব্য,”আমি কার সাথে দেখা করবো না করবো সেটার উত্তর কি তৃণমূলকে দেবো। এক সপ্তাহের মধ্যে তৃণমূল রাজ্য নেতৃত্ব যদি তার বিরুদ্ধে তোলা এন. আই. এ নিয়ে আপত্তিজনক অভিযোগ প্রত্যাহার না করেন তাহলে মানহানির মামলা করবেন। তৃণমূল ভোটের আগে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইছে এটা তিনি হতে দেবেন না। রবিবারের দুর্গাপুরের কাঁটাবেড়িয়া এলাকায় বিজেপির এক সাংগঠনিক কর্মী সভায় উপস্থিত হয়ে তার বিরুদ্ধে ভোটের আগে তৃণমূল বেসামাল হয়ে এই কথা বলছেন বলেও অভিযোগ তোলেন।