দুর্গাপুর, ১৮ সেপ্টেম্বর : “”নেতার ছেলেই আগামী দিনের নেতা নয়”” কিম্বা কলকাতায় থাকা নেতারাই হবে পার্টির মুখপাত্র এমন প্রথা ভাঙতে রাহুল গান্ধীর নির্দেশে আধুনিক প্রজন্মকে কংগ্রেস মুখী করতে সারাদেশ জুড়ে “” মুখপাত্র সন্ধান””বা ট্যালেন্ট হান্ট মনোনয়ন প্রক্রিয়া শুরু করল।জোন ভাগ করে এরাজ্যেও সেই মুখপাত্র সন্ধান শুরু হল।শুধু সুবক্তা তুলে ধরা নয়, বাছাই পর্বে যারা উঠে আসবেন তাদেরকে গ্রুমিং করা, তারা কি পোশাক করবেন সম্পূর্ণ প্রশিক্ষণ দেওয়ার পরেই তাদেরকে জনমানষের সামনে হাজির করা হবে। বলা যায় ভারতের জাতীয় কংগ্রেস এবার জেলায় জেলায় সুদৃঢ নেতৃত্বের খোঁজে শুরু করল তাদের নতুন প্রকল্প “”মুখপাত্র সন্ধান।””এই রাজ্যের সমস্ত জেলাগুলোকে নিয়ে ৫ টি জোন ভাগ করা হয়েছে।শিলিগুড়ি, দুর্গাপুর,দমদম,হাওড়া ও মালদা এই ৫ টি জোনে অন্তর্ভুক্ত করা হয়েছে জেলাগুলিকে।দুর্গাপুরের স্টিল মার্কেটে কংগ্রেসের জেলা কার্য্যালয়ে এই দুর্গাপুর জোনে পশ্চিম ও পূর্ব বর্ধমান, বাঁকুড়া বীরভূম,পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই 6 টি জেলা থেকে আধুনিক প্রজন্মের ছেলে মেয়েরা আসে কংগ্রেসের কেন্দ্র এবং রাজ্য থেকে আসা প্রতিনিধিদের সামনে নিজেদের প্রতিভার পরীক্ষা দিতে।কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির নেতা অংশুমান সাঁই বলেন,””আধুনিক প্রজন্মের অত্যন্ত সুবক্তা যারা তাদেরকে চিহ্নিত করে কংগ্রেসের ভালো জায়গায় প্রতিষ্ঠা দেওয়ার জন্যই রাহুল গান্ধীর এই পরিকল্পনা।

এতদিন পর্যন্ত কংগ্রেসের যারা মুখপাত্র হতেন তাদেরকে পার্টি থেকে নির্বাচিত করা হতো। কিন্তু এবার সম্পূর্ণ পরীক্ষা-নিরীক্ষার পর যোগ্য প্রতিনিধিদের পার্টির মুখপাত্র করা হবে। পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে নতুন মুখপাত্রর নাম ঘোষণা করা হবে। “”বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুর্গাপুরের পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কার্যালয়ে শুরু হয়েছে জোন–৩-এর বাছাই পর্ব। এই পর্বে অংশ নিচ্ছেন পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার প্রতিযোগীরা। দিল্লির AICC নেতৃত্ব এবং কলকাতার প্রদেশ কংগ্রেস নেতারা সরাসরি উপস্থিত থেকে প্রতিযোগীদের সাক্ষাৎকার নিচ্ছেন।এখান থেকে নির্বাচিত প্রার্থীরাই কলকাতায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে যোগ দেবেন। সেখানেই যোগ্যতার ভিত্তিতে বেছে নেওয়া হবে দলের পরবর্তী প্রজন্মের মুখপাত্র।জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, “রাহুল গান্ধীর নেতৃত্বে মুখপাত্র সন্ধান কর্মসূচি শুরু হয়েছে। শুধু কলকাতা থেকে মুখপাত্র নেওয়া হবে বা নেতার ছেলে নেতা হবে এই ধারণা ভাঙার জন্যই জেলায় জেলায় এই কর্মসূচি চলছে।

গত 15 তারিখে আগ্রহী প্রার্থীদের সাথে ফোনে কথা হয়েছে। আজ রাজ্যের পাঁচটি জোনে কেন্দ্র ও রাজ্যের নেতারা আধুনিক প্রজন্মের আগ্রহীদের ইন্টারভিউ নিচ্ছেন। এরপর আগামী দিনে তাদের কলকাতায় ডেকে বাছাই করার পর তাদেরকে গ্রুমিং করানো হবে। “”অন্যদিকে এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে চন্দন ঘোষ চৌধুরী জানান, “মুখপাত্র সন্ধান” কর্মসূচি চলছে রাজ্যজুড়ে। এই কর্মসূচিতে সাহায্য করছেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চৌধুরী সহ কংগ্রেসের তাবড় তাবড় নেতৃত্বরা। এটা শুধুমাত্র মুখপাত্র বাছাই কর্মসূচি নয় বরং কংগ্রেসের একটি সম্মিলিত বৈঠক বলা যেতে পারে”।